আন্তর্জাতিক ডেস্ক : আবারও যুক্তরাষ্ট্রে গেলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সোমবার (১৮ সেপ্টেম্বর ) নিউইয়র্কে পৌঁছার খবর সামাজিক মাধ্যমে নিজেই দিয়েছেন তিনি।
আরও পড়ুন : গেব্রিয়েসুসের সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠক
বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানায়, সফরে জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দেখা করবেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট। গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর থেকে এটি মার্কিন যুক্তরাষ্ট্রে জেলেনস্কির দ্বিতীয় সফর। যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়ার বিরুদ্ধে লড়ার জন্য কিয়েভকে অস্ত্র সরবরাহ করে আসছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা।
প্রতিবেদনে বলা হয়, জেলেনস্কি তার স্ত্রীর সঙ্গে নিউইয়র্ক ভ্রমণের কথা উল্লেখ করে টুইটারে বলেছেন, ‘ওলেনা জেলেনস্কা এবং আমি জাতিসংঘের সাধারণ পরিষদের আলোচনায় অংশ নিতে এবং ওয়াশিংটন ডিসি সফরের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছেছি।’
আরও পড়ুন : পেরুতে বাস খাদে পড়ে নিহত ২৪
জেলেনস্কি বলেন, আমি সাধারণ পরিষদ, টেকসই উন্নয়ন লক্ষ্য শীর্ষ সম্মেলন এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকের পাশাপাশি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক আলোচনায় অংশ নেব।
জেলেনস্কি মঙ্গলবার সাধারণ পরিষদে বক্তৃতা দেবেন বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন : ৮ অঞ্চলে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ইউক্রেন জাতিসংঘের সদস্য দেশগুলোর কাছে কীভাবে আঞ্চলিক অখণ্ডতার নীতিকে মজবুত করা যায় এবং আগ্রাসন ঠেকাতে ও জাতিসংঘ কীভাবে তার সক্ষমতা উন্নত করতে পারে সে বিষয়ে একটি সুনির্দিষ্ট প্রস্তাব দেবে।
জাতিসংঘের শীর্ষ সম্মেলনে অংশ নেওয়ার পর ইউক্রেনীয় নেতা বাইডেন এবং মার্কিন কংগ্রেস এবং দেশটির রাজনীতিক দলের নেতারা, সামরিক নেতৃত্ব, আমেরিকান ব্যবসায়ী, সাংবাদিক এবং ইউক্রেনীয় সম্প্রদায়ের সদস্যদের সাথে দেখা করবেন বলে জানিয়েছেন।
সান নিউজ/এমআর