নিজস্ব প্রতিবেদক: কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ভারতের রাজধানী দিল্লি ছেড়েছেন। তাকে বহনকারী উড়োজাহাজের ত্রুটি মেরামতের পর কানাডার উদ্দেশে উড়াল দিয়েছেন ট্রুডো। এর আগে ৩৬ ঘণ্টা দিল্লিতে আটকে রচপ ছিলেন তিনি।
আরও পড়ুন: ১৫৯ যাত্রী নিয়ে শস্যখেতে বিমান
দেশটির বার্তা সংস্থা এএনআই ভারতীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত ৮ সেপ্টেম্বর জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে দিল্লি সফরে আসেন ট্রুডো। কিন্তু তাকে বহনকারী উড়োজাহাজে ত্রুটি দেখা দিলে ভারতে আটকা পড়ে যান তিনি।
কানাডার প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) প্রেস সেক্রেটারি মোহাম্মদ হুসেনের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থাটি জানিয়েছে, প্রযুক্তিগত সমস্যা সমাধান করা হয়েছে। এর পরই দিল্লি ছেড়ে গেছেন কানাডার এ প্রধানমন্ত্রী।
আরও পড়ুন: রাশিয়ায় পৌঁছালেন কিম
খবরে বলা হয়, ভারতের কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর কানাডার প্রধানমন্ত্রী ও তার প্রতিনিধি দলকে বিদায় জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন। ট্রুডোকে জি-২০ সম্মেলনে যোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানান তিনি।
সান নিউজ/এএ