আন্তর্জাতিক ডেস্ক: রোববার পূর্ব তাইওয়ানে আঘাত হেনেছে টাইফুন হাইকুই। মুষলধারে বৃষ্টি, ঝড়ো হাওয়া এবং হাজার হাজার পরিবারকে অন্ধকারে নিমজ্জিত করে বিগত চার বছরের মধ্যে দ্বীপটিতে সরাসরি আঘাত হানা এটি প্রথম বড় ঝড়।
আরও পড়ুন: হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধী
টাইফুন হাইকুই ঝড়ের প্রস্তুতি হিসেবে প্রায় ৪ হাজার লোককে উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে, বাতিল করা হয়েছে শত শত ফ্লাইট এবং ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে।
তাইওয়ানের আবহাওয়া দফতর জানিয়েছে, স্থানীয় সময় বিকেল ৩টা ৪০ মিনিট নাগাদ এটি কম জনবহুল এলাকা পূর্ব তাইওয়ানের তাইতুং-এ আঘাত হেনেছে।
আরও পড়ুন: ‘আন্তর্জাতিক যুদ্ধের পৃষ্ঠপোষকতা পেপসিকো’
বাসিন্দারা বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন জানিয়ে এএফপির একজন সাংবাদিক বলেছেন, প্রবল ঝড়ো বাতাসে গাছ উপড়ে গেছে এবং পানির ট্যাঙ্কগুলো বাতাসে উড়ছে।
এটি সবে শুরু হয়েছে উল্লেখ করে স্থানীয় বাসিন্দা চ্যাং ঝি মিন বলেন, বাতাস সবেমাত্র আসছে এবং গাছগুলি ইতিমধ্যেই ভেঙে পড়ছে।
আরও পড়ুন: মসজিদে বন্দুক হামলায় নিহত ৭
শনিবার (২ সেপ্টেম্বর) থেকে টাইফুনের গতি বৃদ্ধি পেয়েছে। রোববার বিকেল ৩টায় ঘণ্টায় প্রায় ১৫৪ কিলোমিটার বেগে একটানা বাতাস বইছিল।
সান নিউজ/এইচএন