আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার ভাড়াটে ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোজিনকে কঠোর নিরাপত্তা ও গোপনীয়তায় সমাহিত করা হয়েছে। মঙ্গলবার (২৯ আগস্ট) নিজের শহর সেন্ট পিটার্সবার্গের উপকণ্ঠে একটি কবরস্থানে তাকে দাফন করা হয়।
আরও পড়ুন : বড়পুকুরিয়ায় কয়লা উৎপাদন বন্ধ
বুধবার (৩০ আগস্ট) এক প্রতিবেদনে কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, মিডিয়ার থেকে দূরে ‘সংক্ষিপ্ত আকারে’ অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানের পর সেন্ট পিটার্সবার্গের উপকণ্ঠে একটি কবরস্থানে সমাহিত করা হয়েছে ওয়াগনার প্রধান ইয়েভগেনি প্রিগোজিনকে। প্রিগোজিন গত ২৩ আগস্ট প্লেন দুর্ঘটনায় নিহত হন। আর তার মৃত্যুর বিষয়টি গত ২৭ আগস্ট আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে রাশিয়া।
আরও পড়ুন : রাশিয়ায় ড্রোন হামলা, ৪ বিমান ক্ষতিগ্রস্ত
প্রিগোজিনের প্রেস সার্ভিস জানিয়েছে, ‘ইয়েভগেনি ভিক্টোরোভিচের বিদায় ‘সংক্ষিপ্ত আকারে’ অনুষ্ঠিত হয়েছে। যারা বিদায় জানাতে চান তারা পোরোখভস্কয় কবরস্থানে যেতে পারেন।’
এছাড়া এক সময়ের ঘনিষ্ঠ মিত্র হলেও প্রিগোজিনের অন্ত্যেষ্টিক্রিয়ার যোগ দেননি প্রেসিডেন্ট পুতিন। অবশ্য পুতিনের এই সিদ্ধান্ত আগেই জানিয়ে দেওয়া হয়। রুশ প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রো পেসকোভ আগেই জানান, প্রিগোজিনের অন্ত্যেষ্টিক্রিয়ায় প্রেসিডেন্ট পুতিনের যোগ দেওয়ার কোনও পরিকল্পনা নেই।
আরও পড়ুন : যমুনায় বাড়ছে পানি, চরাঞ্চল প্লাবিত
প্রসঙ্গত, প্রিগোজিন এক সময় রুশ প্রেসিডেন্ট পুতিনের বেশ ঘনিষ্ঠ মিত্র ছিলেন। কিন্তু দুই মাস আগে গত ২৩ জুন তিনি রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। এমনকি নিজের যোদ্ধাদের নিয়ে মস্কোর দিকে যাত্রাও শুরু করেন তিনি।
ওই ঘটনায় একদিনের ব্যবধানে প্রিগোজিন পুতিনের ‘বন্ধু থেকে শত্রুতে’ পরিণত হন। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর দাবি, পুতিনের নির্দেশেই প্রিগোজিনকে হত্যা করা হয়েছে। যদিও এসব দাবিকে ‘মিথ্যা’ হিসেবে অভিহিত করেছে মস্কো।
সান নিউজ/এমআর