আন্তর্জাতিক ডেস্ক : ভারতের তামিলনাড়ুতে চলন্ত ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
আরও পড়ুন : আগামীকাল দেশে আসছেন প্রধানমন্ত্রী
শনিবার (২৬ আগস্ট) ভোররাতে তামিলনাড়ুর মাদুরাই স্টেশনের কাছে ট্রেনটিতে আগুন লাগে।
জানা গেছে, তীর্থযাত্রীরা কামরার মধ্যেই গ্যাস সিলিন্ডার ব্যবহার করে রান্নার কাজ করছিলেন। সেখান থেকেই আগুন লাগে এবং তা ছড়িয়ে পড়ে। ঘটনার সময় বেশিরভাগ যাত্রীই ঘুমিয়ে ছিলেন। অনেকেই আগুন লাগার পর বগি থেকে বের হতে পারলেও প্রবীণরা পারেননি।
আরও পড়ুন : স্টেডিয়ামে পদদলিত হয়ে নিহত ১২
আইআরসিটিসির এই স্পেশাল ট্রেনটি তিরুপতি-রামেশ্বরম থেকে কন্যাকুমারীর দিকে যাচ্ছিল। দুর্ঘটনায় নিহতরা উত্তরপ্রদেশের বাসিন্দা বলে মনে করা হচ্ছে।
দেশটির দক্ষিণ রেলওয়ে বিভাগ জানিয়েছে, ঘটনার আধাঘণ্টার মধ্যেই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। অবশেষে সকাল ৭টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। পুলিশ, ফায়ার সার্ভিস এবং রেলওয়ের কর্মীরা আগুন নেভানোর পর বগি থেকে পুড়ে যাওয়া মরদেহগুলো বের করে।
আরও পড়ুন : তিস্তার পানি বিপৎসীমার ওপরে
মাদুরাই জেলা কালেক্টর এম এস সঙ্গীতা বলেন, ট্রেনের বগিতে আগুনের ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে। আরও ২০ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দক্ষিণ রেলওয়ে বিভাগ জানায়, নিহতদের পরিবারকে ১০ লক্ষ রুপি করে দেওয়া হবে।
সান নিউজ/এমআর