ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

গ্রেফতারের ২০ মিনিট পর জামিন

আন্তর্জাতিক ডেস্ক: গ্রেফতারের ২০ মিনিটের মাথায় জামিনে মুক্তি পেয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আরও পড়ুন: নির্বাচনে জালিয়াতি, গ্রেফতার ট্রাম্প

শুক্রবার (২৫ আগস্ট) সংবাদ মাধ্যম সিএনএন ও বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এর আগে গতকাল বৃহস্পতিবার (২৪ আগস্ট) স্থানীয় সময় বিকেলে দেশটির জর্জিয়া অঙ্গরাজ্যের ফুলটন কারাগারে আত্মসমর্পণ করেন ট্রাম্প। পরে ২ লাখ মার্কিন ডলারের বন্ডে তাকে জামিন দেওয়া হয়।

আরও পড়ুন: প্রিগোজিনকে নিয়ে যা বললেন পুতিন

সংবাদ মাধ্যমগুলো বলছে, ২০২০ সালে নির্বাচনে কারচুপির অভিযোগে দায়ের করা মামলায় মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার অঙ্গরাজ্যটির ফুলটন কাউন্টি কারাগারে আত্মসমর্পণের পর ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানো হয়।

সিএনএন জানিয়েছে, অবশ্য গ্রেফতারের পর সাবেক এই রিপাবলিকান প্রেসিডেন্টকে বেশিক্ষণ কারাবন্দি থাকতে হয়নি।মাত্র ২০ মিনিটের মতো কারাগার ছিলেন তিনি।

আরও পড়ুন: পুতিনের জড়িত থাকার সম্ভাবনা রয়েছে

কারাগারে তার আঙুলের ছাপ ও মুখের ছবি (মাগ শট) নেওয়া হয় এবং পরে তা প্রকাশ করা হয়।

জামিনে মুক্তি পাওয়ার পর বিমানবন্দরের উদ্দেশে কারাগার ত্যাগ করেন ডোনাল্ড ট্রাম্প। সেই সাথে তার বিরুদ্ধে আনা সকল অভিযোগও অস্বীকার করেন তিনি।

এর আগে ট্রাম্পকে আত্মসমর্পণের জন্য শুক্রবার (২৫ আগস্ট) পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছিল। সেই নির্দেশনা মেনেই বৃহস্পতিবার আত্মসমর্পণ করেন সাবেক এই প্রেসিডেন্ট।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ৫

উল্লেখ্য, ২০২৪ সালের নভেম্বরে যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই সেই নির্বাচনে লড়াইয়ের ঘোষণা দিয়ে রেখেছেন ট্রাম্প।

প্রেসিডেন্ট পদ প্রার্থী হিসেবে জনমত জরিপে, মনোনয়নের দৌড়ে থাকা রিপাবলিকান পার্টির অন্য নেতাদের চেয়ে ট্রাম্প এগিয়েও রয়েছেন।

এ পরিস্থিতিতে সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট তার বিরুদ্ধে আনা এই অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করে আসছেন।

২০২১ সালের ২ জানুয়ারি ট্রাম্পের বিরুদ্ধে আনা এ অভিযোগের সূত্রপাত হয়।

আরও পড়ুন: ব্রিকসের নতুন ছয় সদস্যের নাম ঘোষণা

এ দিন জর্জিয়ার প্রধান নির্বাচনী কর্মকর্তা ব্র্যাড র‌্যাফেনসপারগারকে অঙ্গরাজ্যটিতে নিজের পরাজয় ঠেকানোর ব্যবস্থা করতে বলেন ট্রাম্প। তবে তার এ অনুরোধ প্রত্যাখ্যান করেন ব্র্যাড।

এর ৪ দিন পর ২০২১ সালের ৬ জানুয়ারি ট্রাম্পের সমর্থকরা মার্কিন গণতন্ত্রের প্রতীক ক্যাপিটল হিলে আক্রমণ করেন। এ দিন নব-নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে সিনেটের স্বীকৃতি দেওয়ার কথা ছিল।

আরও পড়ুন: ওয়াগনারের প্রধানসহ নিহত ১০

বৃহস্পতিবার ট্রাম্প জর্জিয়ায় কোনো ধরনের অপরাধ করার অভিযোগ অস্বীকার করেন। ২ লাখ মার্কিন ডলারের বন্ডে ছাড়া পাওয়ার পর তিনি তার বিরুদ্ধে আনা সকল অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে আখ্যায়িত দিয়েছেন।

মার্কিন সংবাদ মাধ্যম জানিয়েছে, নির্বাচনে কারচুপি সংক্রান্ত ১৩ টি অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার জর্জিয়া জেলে ডোনাল্ড ট্রাম্পকে গ্রেফতার করা হয়। তবে সেই গ্রেফতারের স্থায়িত্ব ছিল মাত্র ২০ মিনিট। এরপর জামিনে ছাড়া পান ৭৭ বছর বয়সী এই রিপাবলিকান নেতা।

আরও পড়ুন: হাসপাতালে থাকসিন সিনাওয়াত্রা

গ্রেফতারের আগে ট্রাম্প তার নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে বলেন, কারচুপি ও ভোট চুরির নির্বাচনকে চ্যালেঞ্জ করার সাহস থাকার জন্য আমাকে গ্রেফতার করা হচ্ছে। এটা আমেরিকার জন্য আরও একটি দুঃখের দিন!

গত এপ্রিল থেকে এখন পর্যন্ত সাবেক এই মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে ৪ টি ফৌজদারী মামলা হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলছিটিতে ফুটবল টুর্নামেন্ট শুরু

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে শুরু হয়েছে ভূট্টো স্মৃত...

স্বামীর মুঠোফোনে সাবেক প্রেমিকের ম্যাসেজ-ভিডিও, নববধূর আত্মহত্যা

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচরে স্বামীর মুঠোফোনে সা...

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের পরামর্শ

নিজস্ব প্রতিবেদক : নির্বাচন সংস্কার কমিশনের সদস্য তোফায়েল আহ...

বাজার সহনশীল করার চেষ্টা করছি

নিজস্ব প্রতিবেদক : বাজারে নিত্যপণ্যের দাম কিছুটা কমে এসেছে জ...

বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃ...

অটোরিকশার বিষয়ে যে বার্তা

নিজস্ব প্রতিবেদক: উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী অটোরিকশা সম...

পেপার মিলে অগ্নিকাণ্ড, দগ্ধ ১১

জেলা প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের একটি পেপার মিলে অগ্...

পাকিস্তানে সাম্প্রদায়িক সহিংসতা, নিহত ২১

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবারপাখ...

আমরা সব লিপিবদ্ধ করে যাবো

বিনোদন ডেস্ক: অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে...

ওজন কমাবে যেসব ফল খেলে

লাইফস্টাইল ডেস্ক: ফল খাওয়ার মানে হলো পুষ্টির পাওয়ার পাশাপাশি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা