আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে জঙ্গি হামলায় ১১ শ্রমিক নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির তত্ত্বাবধায়ক সরকার।
আরও পড়ুন: পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী গ্রেফতার
রোববার (২০ আগস্ট) সামাজিক মাধ্যম এক্সে-এ এক পোস্টে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার-উল-হক কাকার এ তথ্য জানান।
খাইবার পাখতুনখাওয়া প্রদেশের উত্তরের সেনা ও পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, শ্রমিকদের বহন করা একটি ট্রাকের নিচে একটি বোমা বিস্ফোরিত হয়।
আরও পড়ুন: কোটি টাকার হেরোইনসহ গ্রেফতার ১
ঐ ট্রাকে করে তাদের আফগানিস্তান সীমান্তবর্তী ওয়াজিরিস্তানে সেনাবাহিনীর একটি নির্মাণ প্রকল্পে নিয়ে যাওয়া হচ্ছিল।
এক বিবৃতিতে উত্তর ওয়াজিরিস্তানের সিনিয়র সরকারি কর্মকর্তা রেহমান গুল খাট্টক জানান, পাকিস্তান সেনাবাহিনীর জন্য একটি নতুন ঘাঁটি তৈরির সময় শনিবার (১৯ আগস্ট) সন্ধ্যায় শ্রমিকদের ওপর এ হামলা চালানো হয়।
আরও পড়ুন: দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২৫
এ হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি বলেও বিবৃতিতে জানানো হয়েছে।
সান নিউজ/এনজে