আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের চেরনিভ অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ৫ জন নিহত ও ৩৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লাইমেনকো। খবর আল-জাজিরার।
আরও পড়ুন : ভারতের অনুরোধ চীনের প্রত্যাখ্যান!
শনিবার (১৯ আগস্ট) উত্তরপূর্বাঞ্চলীয় শহরটিতে হামলার নিন্দা জানিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি দাবি করেছেন, রুশ সেনারা যেখানে ক্ষেপণাস্ত্র ছুড়েছে সেখানে একটি বিশ্ববিদ্যালয় ও থিয়েটার ছিল।
ম্যাজেসিং অ্যাপ টেলিগ্রামে হামলার বিষয়টি অবহিত করে জেলেনস্কি জানান, সেখানে হতাহতের ঘটনা ঘটেছে। তিনি টেলিগ্রামে লিখেছেন, ‘রাশিয়ার একটি ক্ষেপণাস্ত্র আমাদের চেরনিহিভ শহরের ঠিক ভেতরে আঘাত হেনেছে।’
আরও পড়ুন : পুলিশের ক্ষমতা বাড়াচ্ছে সুইডেন
তিনি আরও লিখেছেন, ‘একটি চত্বর, একটি পলিটেকনিক বিশ্ববিদ্যালয় এবং একটি থিয়েটার… একটি সাধারণ শনিবার যেটিকে রাশিয়া একটি বেদনা ও দুঃখের দিনে পরিণত করেছে।’
সান নিউজ/জেএইচ