ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

শীর্ষ জেনারেলকে বরখাস্ত করলেন কিম 

আন্তর্জাতিক ডেস্ক: গত ৭ মাস ধরে দায়িত্বে থাকা উত্তর কোরিয়ার সামরিক বাহিনীর শীর্ষ জেনারেলকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট কিম জং উন। সেই সাথে সেনাবাহিনীকে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

আরও পড়ুন: খেরসনে ইউক্রেনের অভিযান শুরু

বৃহস্পতিবার (১০ আগস্ট) বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

রয়টার্স বলছে, উত্তর কোরিয়ার সামরিক বাহিনীর শীর্ষ জেনারেলকে পদ থেকে সরিয়ে দেওয়ার খবরটি সামনে এনেছে দেশটির সরকারি সংবাদ মাধ্যম দ্য কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ)।

আরও পড়ুন: বাইডেনকে হুমকিদাতা গুলিতে নিহত

রাষ্ট্রীয় এ সংবাদ মাধ্যমটি জানিয়েছে, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন সেনাবাহিনীর শীর্ষ জেনারেলকে সরিয়ে দিয়েছেন। পাশাপাশি যুদ্ধের সম্ভাবনা, অস্ত্র উৎপাদন বৃদ্ধি ও সামরিক মহড়া সম্প্রসারণের জন্য আরও প্রস্তুতির আহ্বান জানিয়েছেন তিনি।

উত্তর কোরিয়ার সেন্ট্রাল মিলিটারি কমিশনের এক বৈঠকে এ মন্তব্য করেন কিম।

বৈঠকে উত্তর কোরিয়ার শত্রুদের ঠেকাতে পাল্টা ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা নিয়ে আলোচনা হয় বলে কেসিএনএ’র রিপোর্টে বলা হয়। তবে শত্রুর নাম উল্লেখ করা হয়নি।

আরও পড়ুন: ভেঙে দেওয়া হলো পাকিস্তানের সংসদ

বিশদ বিবরণ ছাড়াই কেসিএনএ’র রিপোর্টে বলেছে, উত্তর কোরিয়ার শীর্ষ জেনারেল ও সামরিক বাহিনীর চিফ অব দ্য জেনারেল স্টাফ পাক সু ইলকে বরখাস্ত করা হয়েছে। গত ৭ মাস তিনি এ পদে দায়িত্ব পালন করেন।

এতে আরও জানানো হয়, পাক সু ইলের স্থলাভিষিক্ত হয়েছেন জেনারেল রি ইয়ং গিল।

তিনি পূর্ব এশিয়ার পরমাণু শক্তিধর এ দেশটির প্রতিরক্ষা মন্ত্রী এবং দেশটির প্রচলিত সৈন্যদের শীর্ষ কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া উত্তর কোরিয়ার আর্মি চিফ অব স্টাফ হিসেবেও দায়িত্ব পালন করেছেন রি ইয়ং গিল।

আরও পড়ুন: ফ্রান্সে হলিডে হোমে আগুন, নিহত ১১

এর আগে ২০১৬ সালে তাকে সেই পদ থেকে সরিয়ে দেওয়া হয়। তাকে বরখাস্ত করা এবং পরবর্তীতে সরকারি অনুষ্ঠানে না দেখায় দক্ষিণ কোরিয়ায় ধারণা হয়েছিল, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হতে পারে।

অবশ্য এর কয়েক মাস পরে তিনি আবার আবির্ভূত হন। সে সময় তাকে অন্য সিনিয়র পদে নিয়োগ দেওয়া হয়।

বিস্তারিত উল্লেখ না করে কেসিএনএ’র প্রতিবেদনে বলা হয়, এ দিনের বৈঠকে কিম অস্ত্র উৎপাদন সক্ষমতা বাড়ানোর লক্ষ্যও স্থির করে দিয়েছেন। গত সপ্তাহে তিনি অস্ত্র কারখানা পরিদর্শন করেন, যেখানে তিনি আরও ক্ষেপণাস্ত্র ইঞ্জিন, আর্টিলারি এবং অন্যান্য অস্ত্র তৈরির আহ্বান জানিয়েছিলেন।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে ভয়াবহ দাবানল, নিহত ৬

কেসিএনএ’র প্রকাশিত ছবিতে দেখা যায়, কিম একটি মানচিত্রে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল এবং তার আশপাশের এলাকাগুলোর দিকে ইশারা করছেন।

এদিকে উত্তর কোরিয়াকে ইউক্রেনে যুদ্ধের জন্য রাশিয়াকে কামান, রকেট এবং ক্ষেপণাস্ত্রসহ অন্যান্য অস্ত্র সরবরাহ করার অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র।

যদিও রাশিয়া ও উত্তর কোরিয়া উভয় দেশই এ দাবি অস্বীকার করেছে।

আরও পড়ুন: ইতালিতে নৌকাডুবি, নিহত ৪১

রিপোর্টে আরও বলা হয়েছে, কিম তার বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত রাখার লক্ষ্যে দেশটির সর্বাধুনিক অস্ত্র ও সরঞ্জাম দিয়ে মহড়া চালানোর আহ্বান জানিয়েছেন।

রয়টার্স বলছে, আগামী ৯ সেপ্টেম্বর উত্তর কোরিয়া প্রজাতন্ত্রের প্রতিষ্ঠা দিবসের ৭৫ তম বার্ষিকী উপলক্ষে মিলিশিয়া কুচকাওয়াজ করবে পিয়ংইয়ং।

আরও পড়ুন: রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৩

অপরদিকে আগামী ২১ এবং ২৪ আগস্টের মধ্যে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়া অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এ ধরনের মহড়াকে নিজের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখে থাকে উত্তর কোরিয়া।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

লক্ষ্মীপুরে চাষ হচ্ছে সৌদির আজওয়া খেজুর

লক্ষ্মীপুর প্রতিনিধি: মরুর দেশ সৌদি আরবের বিখ্যাত আজওয়া খেজু...

ঢাকা কলেজ-সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর সায়েন্সল্যাবে ঢাকা কলেজ ও সিটি ক...

আ’লীগকে নির্বাচনে আনতে চাই বলিনি

নিজস্ব প্রতিবেদক : আমরা কাউকে নির্বাচনে আনতে চাই, এমনটা বলিন...

কিয়েভে দূতাবাস বন্ধ করলো যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের রাজধানী কিয়েভে বিমান হামলার ভয়...

টিভিতে আজকের খেলা

স্পোর্টস ডেস্ক: প্রতিদিনের মতো আজ...

আইপিএলের আগেই নিষেধাজ্ঞায় হার্দিক

স্পোর্টস ডেস্ক: আইপিএলের গত আসর শুরুর আগে রোহিত শর্মাকে সরিয়...

খালেদা-ইউনূসের কুশল বিনিময়

নিজস্ব প্রতিবেদক: সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে ঢাকা সেনানিব...

পথে সড়কে প্রাণ গেল প্রধান শিক্ষকের

জেলা প্রতিনিধি: ফরিদপুর জেলার সালথায় স্কুলে যাওয়ার পথে দুই ম...

বহু বছরপর সেনাকুঞ্জে খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষ্যে আয়োজি...

২০২৫ সালে স্কুল ছুটি থাকবে ৭৬ দিন

নিজস্ব প্রতিবেদক: সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা