আন্তর্জাতিক ডেস্ক: ইতালির ল্যাম্পেদুসা দ্বীপে অভিবাসন প্রত্যাশীদের একটি নৌকাডুবির ঘটনায় কমপক্ষে ৪১ জন প্রাণ হারিয়েছেন।
আরও পড়ুন: নেপালে বন্যা-ভূমিধসে নিহত ৩৮
এ সময় প্রাণে বেঁচে যাওয়া কয়েকজন অভিবাসীর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি।
বেঁচে যাওয়া ৪ জনের একটি দল বার্তা সংস্থা রয়টার্সকে জানায়, তারা একটি নৌকায় ছিলেন, যেটি তিউনিসিয়ার সাফাক্স থেকে ইতালির উদ্দেশে যাত্রা শুরু করেছিল।
আরও পড়ুন: দ. আফ্রিকায় সহিংসতায় নিহত ৫
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, জাহাজডুবির ঘটনায় বেঁচে যাওয়া ৪ জন উদ্ধারকারীদের বলেছেন, তারা একটি নৌকায় ছিলেন। নৌকাটি বরাবরের মতো তিউনিসিয়ার সাফাক্স থেকে যাত্রা করেছে। অভিবাসন প্রত্যাশীরা এ পথে ইতালি যাওয়ার চেষ্টা করছিলেন।
বুধবার (৯ আগস্ট) আইভরি কোস্ট এবং গিনি থেকে বেঁচে যাওয়া ৪ জন ল্যাম্পেদুসা পৌঁছেছেন।
আরও পড়ুন: রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৩
তিউনিসিয়ার কর্তৃপক্ষ জানায়, বন্দরনগরী সাফাক্স ল্যাম্পেদেসু থেকে ৮০ মেইল দূরে। সাফাক্স বর্তমানে অভিবাসন প্রত্যাশীদের অবৈধভাবে ইউরোপে প্রবেশপথের একটি জনপ্রিয় রুট হয়ে দাঁড়িয়েছে।
উল্লেখ্য, চলতি বছরে উত্তর আফ্রিকা থেকে ইউরোপ যাওয়ার পথে ১৮০০-এর বেশি জনের মৃত্যু হয়েছে।
সূত্র: বিবিসি।
সান নিউজ/এনজে