ইন্টারন্যাশনাল ডেস্ক:
আন্তর্জাতিক মহলে এবার উত্তেজনা বাড়িয়ে মার্কিন দেশ যুক্তরাষ্ট্রের বাধাকে পাত্তা না দিয়েই রাশিয়ার কাছ থেকে আবারও এস-৪০০ ক্ষেপণাস্ত্র কেনার পরিকল্পনা করছে তুরস্ক।
এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার জন্য শিগগিরই মস্কোর সঙ্গে চুক্তি সই করবে বলে খবর দিয়েছে রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স।
সম্ভাব্য চুক্তি অনুযায়ী ২০২১ সালে এসব ব্যবস্থা তুরস্ককে হস্তান্তর করবে রাশিয়া।
এর আগে একই ধরনের চুক্তি ও একই ব্যবস্থা গ্রহণের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ন্যাটো জোট তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছিল।
তুরস্ক হচ্ছে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর প্রথম কোনো সদস্যদেশ যে কিনা রাশিয়ার কাছে থেকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সংগ্রহ করছে। সূত্র: পার্সটুডে
সান নিউজ/ আরএইচ