ইন্টারন্যাশনাল ডেস্ক:
দক্ষিণ আফ্রিকার ডারবান শহরে ১৩৯ বছরের পুরোনো একটি মসজিদে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার সূত্রপাত নিশ্চিত করা যায়নি।
সোমবার (২৪ আগস্ট) জোহরের নামাজের আগমুহূর্তে ‘গ্রে স্ট্রিট’ নামে ওই মসজিদে এই ঘটনা ঘটে।
জানা গেছে, একসঙ্গে প্রায় সাত হাজার মানুষ নামাজ আদায় করতে পারা মসজিদটিতে দুপুর ১২টার দিকে হঠাৎ আগুন লাগে। এতে পুরো মসজিদ ও আশপাশের সকল ফ্ল্যাট পুড়ে ভস্মীভূত হয়ে যায়। দমকল বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও হতাহতের সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি।
প্রসঙ্গত, বিভিন্ন সময় অনেক বিখ্যাত লোকজন এই মসজিদ পরিদর্শন করেছেন। বর্ণবাদ-বিরোধী বলিষ্ঠ কন্ঠস্বর নেলসন ম্যান্ডেলা, ব্রিটিশ গায়ক ইউসুফ ইসলাম, বক্সিং সুপারস্টার মোহাম্মদ আলি এই মসজিদ ঘুরে দেখেছেন।
সান নিউজ/ আরএইচ