আন্তর্জাতিক ডেস্ক: আগামী ৯ আগস্ট পাকিস্তানের পার্লামেন্ট ভেঙে দেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।
আরও পড়ুন: গুপ্তচরবৃত্তি, ২ মার্কিন নাবিক আটক
বৃহস্পতিবার (৩ আগস্ট) শেহবাজ সংসদীয় নেতাদের সঙ্গে বৈঠকের পর এ ঘোষণা দেন। তিনি এদিন নেতাদের সৌজন্যে নৈশভোজের আয়োজন করেন।
নৈশভোজে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সংসদীয় নেতাদের সাথে বিস্তারিত আলোচনা করেছেন তিনি। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে পাক সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন।
তিনি বৈঠকে পাকিস্তানের অন্তর্বতীকালীন সরকারের প্রধানমন্ত্রী ও সরকার ব্যবস্থা নিয়েও কথা বলেছেন।
আরও পড়ুন: জনগণ যেভাবে চাইবে, ভোট সেভাবেই হবে
আগামী ৯ আগস্ট পার্লামেন্ট ভেঙে দিতে প্রেসিডেন্টের কাছে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠাবেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। সংবিধান অনুযায়ী, ৪৮ ঘণ্টার মধ্যে প্রেসিডেন্টকে এ প্রস্তাবে স্বাক্ষর করতে হবে।
প্রেসিডেন্ট যদি এ সময়ের মধ্যে এতে স্বাক্ষর না করেন তাহলে স্বয়ংক্রিয়ভাবে পার্লামেন্ট ভেঙে যাবে। এরপর অন্তবর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী দায়িত্ব নেবেন।
পাকিস্তানের অন্তবর্তীকালীন বা তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী কে হবেন সে বিষয়টি নিয়ে বিরোধী দলগুলোর সঙ্গে তিন দিন আলোচনা করবেন শেহবাজ শরীফ। এরপর তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রীর নাম প্রস্তাব করে সেটি প্রেসিডেন্টের কাছে পাঠাবেন তিনি।
আরও পড়ুন: মেক্সিকোতে সড়ক দুর্ঘটনা, নিহত ১৮
পাক সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, যদি রাজনৈতিক দলগুলো তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী নিয়ে ঐক্যমতে না পৌঁছাতে পারে তাহলে নির্বাচন কমিশন এতে হস্তক্ষেপ করবে এবং প্রস্তাবিত নাম থেকে একজনকে মনোনয়ন দেবে।
সান নিউজ/এইচএন