ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইউক্রেনে পৌঁছেছে মার্কিন বোমা

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ান সেনাদের বিরুদ্ধে ব্যবহারের জন্য যুক্তরাষ্ট্রের ঘোষণার ৬ দিনের মধ্যে ইউক্রেনে পৌঁছে গেছে বিপজ্জনক ক্লাস্টার বোমা।

আরও পড়ুন : সুদানে গণকবর থেকে ৮৭ মরদেহ উদ্ধার

বৃহস্পতিবার (১৩ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন।

গত জুন মাসের শুরুর দিকে দখলকৃত স্থান থেকে রুশ সেনাদের হটাতে পাল্টা আক্রমণ করে ইউক্রেন। তবে তাদের এ অভিযান সফল হয়নি।

আরও পড়ুন : হিমাচলে আটকা পড়েছে ১০ হাজার পর্যটক

কারণ ইউক্রেনের আক্রমণ শুরুর আগেই দখল করা অঞ্চলগুলোতে শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে রাশিয়ান সৈন্যরা।

যুক্তরাষ্ট্র জানিয়েছে, রুশ সেনাদের এ প্রতিরোধ ভাঙার জন্য সবচেয়ে কার্যকরী অস্ত্র হবে ক্লাস্টার বোমা।

আরও পড়ুন : সংসদ বিলুপ্তের দাবি দুরভিসন্ধিমূলক

তবে বোমাটির ব্যবহার বিশ্বের ১২০ টি দেশে নিষিদ্ধ রয়েছে। কারণ এটি বেসামরিক মানুষের জন্যও বিপজ্জনক হতে পারে।

ক্লাস্টার বোমা রকেট সদৃশ একটি কাঠামোর ভেতরে থাকে। এ বোমার মধ্যে অনেকগুলো ছোটো ছোটো বোমা থাকে। বোমাটি যখন ছোড়া হয়, তখন ছোটো বোমাগুলো মাটিতে ছড়িয়ে ছিটিয়ে আছড়ে পড়ে একের পর এক বিস্ফোরিত হতে থাকে।

আরও পড়ুন : হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

বোমাটির বিপজ্জনক দিক হলো- ছোটো বোমাগুলোর সবগুলো সাথে সাথে বিস্ফোরিত হয় না। অবিস্ফোরিত বোমাগুলো কয়েক বছর পর্যন্ত অক্ষত থাকতে পারে।

ফলে যুদ্ধকালীন ও যুদ্ধপরবর্তী সময়ে কোনো বেসামরিক মানুষ এগুলোর কাছে গেলে বোমা বিস্ফোরিত হয়ে প্রাণহানি ঘটতে পারে।

আরও পড়ুন : ভিসানীতি কোনো দলকে টার্গেট করে হয়নি

মার্কিন সামরিক কর্মকর্তারা ইউক্রেনকে এ অস্ত্র দেওয়ার আগে কয়েক মাস বিষয়টি নিয়ে পর্যালোচনা করেন। পরে গত সপ্তাহে উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে কিয়েভকে ক্লাস্টার বোমা দিতে সম্মত হন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

তবে যুক্তরাষ্ট্রের দাবি, তারা যে বোমা পাঠিয়েছে, সেগুলোর অবিস্ফোরিত থাকার সম্ভাবনা খুবই কম।

আরও পড়ুন : তিস্তার পানি বিপৎসীমার ৪০ সেমি ওপরে

দেশটি আরও জানায়, তারা ইউক্রেনকে কয়েক হাজার রাউন্ড ক্লাস্টার বোমা দেবে। তবে সঠিক সংখ্যাটি তারা প্রকাশ করেনি।

বৃহস্পতিবার মার্কিন জয়েন্ট চিফ অব স্টাফের অপারেশন্স পরিচালক লেফটেনেন্ট জেনারেল ডগলাস সিমস সাংবাদিকদের জানান, ইউক্রেনে ক্লাস্টার বোমা পাঠানো হয়েছে। তবে তারা এ বোমা ব্যবহার শুরু করেছে, কিনা সেটি নিশ্চিত নয়। সূত্র : দ্য গার্ডিয়ান।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা