ইন্টারন্যাশনাল ডেস্ক:
গত কয়েকদিন ধরেই ভারতে করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। দেশটির কেন্দ্রীয় সরকার টেস্টের লক্ষ্যমাত্রা স্থির করেছিল। সেভাবেই প্রতিদিনই টেস্ট হচ্ছে বহু মানুষের। আর তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা।
শনিবারের হিসেব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৬৯,৮৭৮। ফলে আক্রান্তের সংখ্যায় ফের রেকর্ড দেখা যাচ্ছে ভারতের। এর আগে একদিনে এত বেশি আক্রান্তের রেকর্ড ছিল না ভারতে।
শনিবার (২২ আগস্ট) সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া রিপোর্ট অনুযায়ী, ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ায় ২৯ লক্ষ ৭৫ হাজার ৭০১ জনে। এখন পর্যন্ত সুস্থ হয়েছে ২২.২২ লক্ষ মানুষ।
আমেরিকা ও ব্রাজিলের পরই সর্বাধিক আক্রান্তের সংখ্যা ভারতে। গত ১৮ দিন ধরে বিশ্বে সর্বাধিক আক্রান্তের রেকর্ড তৈরি করছে ভারত, যা রীতিমত উদ্বেগের।
শনিবার পর্যন্ত দেশ জুড়ে কোভিডে মৃত্যুর সংখ্যা মোট ৫৫,৭৯৪। একদিনে মৃত্যু হয়েছে ৯৪৫ জনের। শনিবারের পরিসংখ্যান বলছে, দেশটিতে সুস্থতার হার ৭৪.৬৯ শতাংশ।
দেশের যে পাঁচটি জেলায় করোনা আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি সেগুলো হল তামিলনাড়ু, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক ও উত্তরপ্রদেশ।
এদিকে, আশার কথা শুনিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান।
শুক্রবার (২১ আগস্ট) সাংবাদিকদের মুখোমুখি হয়ে হু চিফ টেড্রোস আডানোম গেব্রিয়াসিস বলেন, দু’বছরের মধ্যে করোনা মহামারি থেকে মুক্তি পাবে বিশ্ব। দুনিয়া থেকে স্প্যানিশ ফ্লু বিদায় নিতে যা সময় লেগেছিল, তার থেকেও কম সময়ে করোনাভাইরাস বিদায় নেবে বলে জানিয়েছেন তিনি।