আন্তর্জাতিক ডেস্ক : গত ৪ দিন ধরে উত্তর ভারত জুড়ে প্রবল বৃষ্টিতে সৃষ্ট বন্যা পরিস্থিতি ও ধসের কারণে দেশটিতে প্রায় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন : রোহিঙ্গা ক্যাম্পে মার্কিন প্রতিনিধিদল
মঙ্গলবার (১১ জুলাই) প্রবল বৃষ্টিতে ভারতের হিমাচল প্রদেশে মৃত্যুর সংখ্যা ৩১-এ গিয়ে ঠেকেছে।
বর্ষা শুরুর পর কেবল এ প্রদেশেই মোট ৮০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
অন্যদিকে পার্শ্ববর্তী উত্তরাখণ্ডে ৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া উত্তর প্রদেশ, পাঞ্জাব ও রাজস্থানে ১ জন করে নিহতের খবর পাওয়া গেছে।
আরও পড়ুন : দক্ষিণ আফ্রিকায় ৬ বাংলাদেশি খুন
হিমাচল প্রদেশ ছাড়াও ভারতের দিল্লি, উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থানে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে।
এর মধ্যে হিমাচলের অবস্থা সবচেয়ে শোচনীয়। সেখানে পাহাড় ধস, সড়কে ভাঙন ও সেতু ভেসে যাওয়ার মতো ঘটনা ঘটছে। হিমাচলের মান্ডি, উনা, হামিরপুর, বিলাসপুর, চম্বা, কাংড়া এবং কুলু, সিরমুর, কিন্নৌর, শিমলা এলাকায় ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে।
আরও পড়ুন : ১৩ জেলায় ঝড়ের আভাস
এসব অঞ্চলের নদীগুলোর পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে। এর মধ্যে ইরাবরতী, বিতস্তা, শতদ্রু এবং চন্দ্রভাগা নদী ভয়াবহ আকার ধারণ করেছে।
রোববার (৯ জুলাই) সোলান উপত্যকায় বৃষ্টি ৫০ বছরের রেকর্ড ভেঙে দিয়েছে। সেখানে ১৩৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
হিমাচলের আবহাওয়া দপ্তর বলছে, গত ১-১১ জুলাই পর্যন্ত বৃষ্টি হয়েছে ২৪৯.৬ মিলিমিটার, যা স্বাভাবিক বৃষ্টিপাতের তুলনায় ২২৬ শতাংশ বেশি।
আরও পড়ুন : দ্রুত ছড়াচ্ছে ডেঙ্গু
কিন্নৌরে ৫০০ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। এছাড়া সোলানে ৪২৬ শতাংশ, সিরমুরে ৩৬৭ শতাংশ, শিমলায় ৩৬০ শতাংশ, বিলাসপুরে ৩২৫ শতাংশ, লাহুল এবং স্পিতিতে ২৩৩ শতাংশ, মান্ডিতে ১৩০ শতাংশ। দুর্যোগের কারণে হিমাচলের বিভিন্ন প্রান্তে আটকে রয়েছে প্রায় ৩০০ পর্যটক।
রাজ্যটির ৪১ টি জায়গায় ধস দেখা দিয়েছে এবং একটি জায়গায় মেঘভাঙা বৃষ্টি হয়েছে।
আরও পড়ুন : কমছে সয়াবিন ও পাম তেলের দাম
২৪ টি রাজ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে ভারতের আবহাওয়া অফিস জানিয়েছে, গত কয়েকদিন ধরে হিমাচল, উত্তরাখণ্ড, পঞ্জাব এবং দিল্লিতে টানা বৃষ্টি হচ্ছে। হিমাচলে বৃষ্টির পরিমাণ সামান্য কমবে। তবে উত্তরাখণ্ড, পশ্চিম উত্তরপ্রদেশ এবং বিহারে বৃষ্টি পরিমাণ বাড়বে।
দিল্লিতে যমুনা নদীর পানির স্তর ২০৫ মিটার ছাড়িয়েছে, যা বিপদসীমার ওপরে।
এছাড়া হরিয়ানার হাতিকুণ্ড বাঁধ থেকে পানি ছাড়ায় দিল্লির নিচু এলাকাগুলো প্লাবিত হয়েছে। দিল্লিতে বৃষ্টি ও বন্যা পরিস্থিতির কারণে ৫ জনের মৃত্যু হয়েছে।
সান নিউজ/এনজে