আন্তর্জাতিক ডেস্ক: এবার রাজনীতি থেকেও অব্যাহতি নেওয়ার ঘোষণা দিলেন নেদারল্যান্ডসের ইতিহাসে সবচেয়ে বেশিসময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী মার্ক রুটে।
আরও পড়ুন: মার্কিন বিমান ভূপাতিত করার হুমকি!
রোববার (৯ জুলাই) এ সিদ্ধান্তের কথা জানান ডাচ প্রধানমন্ত্রী।
অভিবাসন নীতি নিয়ে গত কয়েক দিন ধরে চলমান বিরোধ নিয়ে নেদারল্যান্ডসের জোট সরকারের চারটি দলের ঐক্যমতে পৌঁছানো সম্ভব না হওয়ায় ভেঙে যায় জোট সরকার।
শুক্রবার সন্ধ্যায় মন্ত্রীসভার বৈঠক শেষে রাজধানী হেগে রুটে সাংবাদিকদের বলেছিলেন, আমি অবিলম্বে রাজা উইলেম-আলেক্সান্ডারের কাছে লিখিতভাবে মন্ত্রিসভার সব সদস্যের পদত্যাগের প্রস্তাব দেবো।’এরপরই প্রধানমন্ত্রীত্ব থেকে পদত্যাগের ঘোষণাও দেন মার্ক রুটে।
আরও পড়ুন: ইউরোপ সফরে বাইডেন
আগামী নভেম্বরে দেশটিতে নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে।নির্বাচনের আগ পর্যন্ত রুটের মন্ত্রীসভা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালন করবে।
প্রসঙ্গত, ২০১০ সালে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হন তিনি। এরপর আরও তিনবার জোট গঠন করেই ক্ষমতায় টিকেছিলেন পিপলস পার্টি ফর ফ্রিডম অ্যান্ড ডেমোক্রেসি বা ভিভিডির এ নেতা। পাশাপাশি নেদারল্যান্ডসের ইতিহাসে সবচেয়ে বেশিসময় প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন রুটে।
সান নিউজ/আর