আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার সামারা অঞ্চলের একটি গোলাবারুদের কারখানায় বিস্ফোরণে ছয়জন নিহতের ঘটনা ঘটেছে। এসময় আরও দুজন আহত হয়েছেন।
আরও পড়ুন: ওশেনগেটের সব কার্যক্রম বন্ধ
শুক্রবার (৭ জুলাই) সামারার চাপায়েভস্ক শহরের প্রমসিন্টেজ প্ল্যান্টে ওই বিস্ফোরণ ঘটে বলে জানায় ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
রাশিয়ার সংবাদমাধ্যম তাস জানায়, ওই গোলাবারুদের কারখানায় মেরামত কাজের সময় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে মোট আটজন আহত হন, যাদের মধ্যে ছয়জন মারা গেছেন।
আরও পড়ুন: পাঞ্জাবে ভারী বৃষ্টিতে ১৮ মৃত্যু
এর আগেও গত মাসে মস্কোর দক্ষিণ-পূর্বে তাম্বভ অঞ্চলে একটি বন্দুক পাওয়ার কারখানায় বিস্ফোরণে চারজন নিহত হয়।
প্রসঙ্গত, প্রমসিন্টেজ রাশিয়া ও সাবেক সোভিয়েত ইউনিয়নের অন্যতম প্রধান বিস্ফোরক কারখানা। তারা বিভিন্ন তেল, গ্যাসহ বিভিন্ন খনি সেক্টরে বিস্ফোরণের জন্য লোকবল সরবরাহ করে থাকেন। কোম্পানিটির এক হাজার ৩০০ কর্মী রয়েছে। সূত্র: রয়টার্স
সান নিউজ/আর