আন্তর্জাতিক ডেস্ক : চলতি জুলাই মাসের মধ্যে বঙ্গোপসাগরের উপকূলবর্তী অঞ্চলে আবারও একটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন ভারতের আবহাওয়াবিদরা। ইতিমধ্যে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরির প্রাথমিক ইঙ্গিত পেয়েছেন তারা।
আরও পড়ুন : প্রধানমন্ত্রীকে শেখ আহমদের ফোন
দেশটির আবহাওয়াবিদরা বলছেন, ঘূর্ণিঝড়টি তৈরি হলে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। ভারতের অন্ধ্র প্রদেশের দক্ষিণের জেলাগুলোতে এ ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে।
আগামী ৫ দিন এই জেলাগুলোতে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের আশঙ্কাও করছেন তারা।
আরও পড়ুন : একদিনে পানিতে ডুবে ৯ মৃত্যু
আবহাওয়াবিদরা জানিয়েছেন, কেবল অন্ধ্র প্রদেশই নয়, ওডিশার উপকূলবর্তী এলাকাগুলোতেও একটানা বৃষ্টি হবে। ওডিশার দক্ষিণের জেলাগুলোতে ভারী বৃষ্টি হলেও অন্য জেলাগুলোতে হালকা বৃষ্টি হবে।
ইতিমধ্যে ভারতের আবহাওয়া বিভাগ ওডিশার ৮ টি জেলাতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
সান নিউজ/এনজে