আন্তর্জাতিক ডেস্ক : চলতি বছরে মার্কিন যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত কমপক্ষে ৩৪০ টি বন্দুক হামলার ঘটনা ঘটেছে।
আরও পড়ুন : যুক্তরাষ্ট্রে গোলাগুলিতে নিহত ১০
মঙ্গলবার (৪ জুলাই) গান ভায়োলেন্স আর্কাইভের প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মার্কিন সম্প্রচার মাধ্যম সিএনএন তাদের ওয়েবসাইটে গান ভায়োলেন্স আর্কাইভের বরাত দিয়ে বলছে, বন্দুক হামলার এসব ঘটনা দেশটির জননিরাপত্তা ও অস্ত্র আইনকে নতুন করে আলোচনায় নিয়ে এসেছে।
আরও পড়ুন : নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক হোটেলে, নিহত ১৫
গান ভায়োলেন্স আর্কাইভের পরিসংখ্যান অনুযায়ী, গত ৪ দিনে দেশটিতে ৬ টি বন্দুক হামলায় নিহত হয়েছেন ৬ জন।
গত জুন মাসে হামলা হয়েছে ৬৩ টি। সে হিসাবে চলতি বছরে যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত দিনে গড়ে প্রায় ২ টি করে বন্দুক হামলা হয়েছে। সূত্র : সিএনএন।
সান নিউজ/এনজে/এইচএন