নিজস্ব প্রতিবেদক:
আন্তর্জাতিক সমুদ্রসীমা লঙ্ঘনের কারণে আরব আমিরাতের একটি জাহাজকে ক্রুসহ আটক করেছে ইরানের কোস্টগার্ড।
একই দিন বৃহস্পতিবার (২০ আগস্ট) ইরানের দুইজন জেলেকে হত্যা করেছেন আমিরাত কোস্টগার্ড সদস্যরা। খবর আলজাজিরার।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, একটি ভ্যাসেল থেকে ইরানে জেলেদেরকে লক্ষ্য করে গুলি ছোঁড়ার পরে জাহাজটিকে আটক করা হয়। এ ঘটনার পর আমিরাতের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করে চিঠি দেওয়া হয় ইরানকে। তাছাড়া ক্ষতিপূরণ দিতেও প্রস্তুত বলে জানায় আমিরাত।
দেশ দুটির মধ্যে প্রায়ই মাছ ধরা নৌকা সমুদ্রসীমা লঙ্ঘন করলেও এবার কঠোরভাবে সতর্ক করেছে ইরান। নিজেদের জাহাজ ও নাগরিকদের রক্ষায় যেকোনো পদক্ষেপ নেওয়া হবে বলেও জানানো হয়।
সান নিউজ/ আরএইচ/ এআর