আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের রাজধানী কিয়েভে টানা ১২ দিনের বিরতির পর ফের হামলা চালিয়েছে রাশিয়া। তবে ইউক্রেনের দাবি করেছেন, এ হামলা রুখে দিয়েছেন তারা।
আরও পড়ুন : কোরআন পোড়ানোয় পুতিনের নিন্দা
রোববার (২ জুলাই) রাতের এ হামলায় ইরানের তৈরি ১২ টি শহীদ ড্রোন ও ৩ টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে, যার সবগুলোই ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে দেশটি।
কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান কর্নেল জেনারেল সেরহি পোপকো হামলার সতর্কতা জানিয়ে টেলিগ্রামে বলেন, কিয়েভের ওপর শত্রুদের আরেকটি হামলা।
আরও পড়ুন : জ্বলছে ফ্রান্স, রাতভর সংঘর্ষ
এদিকে কিয়েভ অঞ্চলের সামরিক প্রধান রুসলান ক্রাভচেঙ্কো জানিয়েছেন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ড্রোনগুলো রুখে দিলেও, সেগুলোর ধ্বংসাবশেষের আঘাতে ৩ টি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয় এবং একজন আহত হন।
বার্তা সংস্থা রয়টার্স বলছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় কোনো ড্রোন বা ক্ষেপণাস্ত্র ধ্বংস করলে যে ধরনের শব্দ হয়, সে ধরনের শব্দ শুনতে পেয়েছেন প্রত্যক্ষদর্শীরা। তবে হামলাটি কত বড়, সেটি তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তারা।
আরও পড়ুন : সুনামগঞ্জ শহরে ঢুকছে পানি
রোববার রাত ২ টার সময় রাজধানী কিয়েভ ও আশপাশের অঞ্চলগুলোতে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে, যা প্রায় ১ ঘণ্টা ধরে চলে। সূত্র : রয়টার্স।
সান নিউজ/এনজে