জম্মু-কাশ্মির থেকে ১০ হাজার সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত
আন্তর্জাতিক

জম্মু-কাশ্মির থেকে ১০ হাজার সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত

ইন্টারন্যাশনাল ডেস্ক:

জম্মু ও কাশ্মির থেকে প্রায় ১০ হাজার আধা সামরিক সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে ভারত। বুধবার সন্ধ্যায় দেশটির কেন্দ্রীয় সরকার এ সিদ্ধান্ত জানিয়েছে। নিউজ এইটিনের প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর আগস্টে ৩৭০ ধারা বাতিলের ঘোষণাকে কেন্দ্র করে সেখানে অতিরিক্ত বাহিনী পাঠানো হয়েছিল৷ তারপর এই প্রথম একসঙ্গে এই বিপুল সংখ্যক সেনাকে প্রত্যাহার করা হচ্ছে৷

নিউজ এইটিন জানিয়েছে, জম্মু কাশ্মিরের সামগ্রিক পরিস্থিতি এবং সেখানে কী পরিমাণ সশস্ত্র আধা সামরিক বাহিনীর সদস্য প্রয়োজন তা পর্যালোচনা করার পর এই সিদ্ধান্ত নিয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়৷

কেন্দ্রীয় সরকারের তরফে দেওয়া নতুন নির্দেশে বলা হয়েছে, ‘জম্মু ও কাশ্মির থেকে তাৎক্ষণিকভাবে সিএপিএফের সেনা প্রত্যাহার করে তাদের নিজ নিজ জায়গায় ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

একটি সিএপিএফ কোম্পানিতে প্রায় ১০০ জন সেনা থাকেন। গত মে মাসে জম্মু-কাশ্মির থেকে ১০ কোম্পানি আধা সামরিক বাহিনী প্রত্যাহার করা হয়েছিল৷ তারও আগে ২০১৯ সালের ডিসেম্বর মাসে আরও ৭২ কোম্পানি বাহিনীকে ফেরানো হয়েছিল৷ সবশেষ নির্দেশিকা অনুযায়ী, নতুন সিআরপিএফ-এর ৪০ কোম্পানি, সিআইএসএফ-এর ২০ কোম্পানি, বিএসএফ-এর ২০ কোম্পানি এবং সশস্ত্র সীমা বল বা এসএসবি’র ২০ কোম্পানিকে প্রত্যাহারের কথা বলা হয়েছে৷

বিশেষ মর্যাদা বাতিল করে জম্মু-কাশ্মিরকে কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করেই সে সময় সিএপিএফ সেনা মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে সব ধরনের বড় সমাবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়, বন্ধ করা হয় ফোন এবং ইন্টারনেট সেবা। আটক করা হয় কয়েকশ’ স্থানীয় রাজনৈতিক নেতাকেও। তবে গত কয়েক মাস ধরেই জম্মু ও কাশ্মিরকে স্বাভাবিক অবস্থায় ফেরাতে ধীরে ধীরে নিরাপত্তার কড়াকড়ি শিথিল করা হচ্ছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলছিটিতে ফুটবল টুর্নামেন্ট শুরু

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে শুরু হয়েছে ভূট্টো স্মৃত...

স্বামীর মুঠোফোনে সাবেক প্রেমিকের ম্যাসেজ-ভিডিও, নববধূর আত্মহত্যা

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচরে স্বামীর মুঠোফোনে সা...

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের পরামর্শ

নিজস্ব প্রতিবেদক : নির্বাচন সংস্কার কমিশনের সদস্য তোফায়েল আহ...

বাজার সহনশীল করার চেষ্টা করছি

নিজস্ব প্রতিবেদক : বাজারে নিত্যপণ্যের দাম কিছুটা কমে এসেছে জ...

বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃ...

ডেঙ্গুতে একদিনে বছরের সর্বোচ্চ মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১১ জনের মৃত...

অটোরিকশার বিষয়ে যে বার্তা

নিজস্ব প্রতিবেদক: উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী অটোরিকশা সম...

পেপার মিলে অগ্নিকাণ্ড, দগ্ধ ১১

জেলা প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের একটি পেপার মিলে অগ্...

পাকিস্তানে সাম্প্রদায়িক সহিংসতা, নিহত ২১

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবারপাখ...

আমরা সব লিপিবদ্ধ করে যাবো

বিনোদন ডেস্ক: অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা