ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মিয়ানমারে ছয় ঘণ্টায় ৪ ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক : প্রতিবেশী দেশ মিয়ানমারে ছয় ঘণ্টারও কম সময়ের ব্যবধানে ৪ দফায় ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এতে তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন : ৯ জেলায় ঝড়ের পূর্বাভাস

বৃহস্পতিবার (২২ জুন) মধ্যরাত থেকে ভোর পর্যন্ত দেশটি এসব ভূমিকম্পে কেঁপে ওঠে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদ মাধ্যম এনডিটিভি।

ভারতীয় বার্তা সংস্থা এএনআইয়ের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার মধ্যরাত থেকে ভোর পর্যন্ত ছয় ঘণ্টারও কম সময়ে ৪ দফায় ভূমিকম্পে কেঁপে উঠেছে মিয়ানমার। রাত ১২ টার কিছু সময় আগে প্রথম কম্পনের প্রায় ৩ ঘণ্টা পর মিয়ানমারে দ্বিতীয় দফায় কম্পন হয়। এর প্রায় ৩ ঘণ্টা পর তৃতীয় দফায় ভূমিকম্প প্রত্যক্ষ করে দেশটি।

আরও পড়ুন : মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় হতাহত ৬

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি এই ৩ টি ভূমিকম্পের কথা নিশ্চিত করেছে।

ভারতীয় সময় রাত ১১ টা ৫৬ মিনিটে প্রথম ভূমিকম্পটি মিয়ানমারের ইয়াঙ্গুনে আঘাত হানে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৪.৪।

আরও পড়ুন : শি জিনপিং ‘স্বৈরশাসক’ নন

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) টুইটারে জানিয়েছে, ভারতীয় সময় রাত ১১ টা ৫৬ মিনিটে (মিয়ানমার সময় রাত ১২ টা ৫৬) মিয়ানমারের ইয়াঙ্গুন শহরের ২২৭ কিলোমিটার দক্ষিণে ৪.৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ২৫ কিলোমিটার গভীরে।

এর প্রায় ৩ ঘণ্টা পর দ্বিতীয় দফায় ভূমিকম্প হয় দেশটিতে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৪.২। এর গভীরতা ছিল ১০ কিমি।

আরও পড়ুন : আ. লীগের ওয়ার্কিং কমিটির বৈঠক

এনসিএস বলছে, ভারতীয় সময় রাত ২ টা ৫৩ মিনিটে ইয়াঙ্গুন শহরের ১৬০ কিলোমিটার দক্ষিণে ৪.২ মাত্রার ঐ ভূমিকম্পটি আঘাত হানে।

বৃহস্পতিবার ভোরে দ্বিতীয় দফার ভূমিকম্পের পর মিয়ানমারে তৃতীয় দফায় কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৫।

আরও পড়ুন : প্যারিসে বিস্ফোরণ, আহত ৩৭

সংস্থাটি টুইটারে জানায়, ভারতীয় সময় বৃহস্পতিবার ভোর ৫ টা ৪৩ মিনিটে ইয়াঙ্গুনের ১৭৪ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে ৪.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এর গভীরতা ছিল ৪৮ কিলোমিটার।তবে ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এদিকে ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে মিয়ানমারে আরও একটি ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৪.৪। এর গভীরতা ছিল ১৫ কিমি।

আরও পড়ুন : দিল্লিতে বাংলাদেশ-ভারত সংলাপ আজ

টুইটারে সংস্থাটি জানায়, ভারতীয় সময় বৃহস্পতিবার ভোর ৩ টা ২৮ মিনিটে ইয়াঙ্গুনের ৩৪২ কিলোমিটার দক্ষিণে ৪.৪ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১৫ কিলোমিটার।

প্রসঙ্গত, গত মে মাসে ২ দফায় ভূমিকম্পে কাঁপে মিয়ানমার। মে মাসের শুরুতে দক্ষিণ-পূর্ব এশিয়ার এ দেশটিতে হওয়া প্রথম ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে আঘাত হানে এবং রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.২।

আরও পড়ুন : চীনে রেঁস্তোরায় বিস্ফোরণে নিহত ৩১

একই মাসের ২২ তারিখ সকালে আঘাত হানা দ্বিতীয় দফার ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৫। ভূমিকম্পটির গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১৪ কিলোমিটার গভীরে।

এর আগে গত ফেব্রুয়ারি মাসের শেষে দিকে মিয়ানমারে মাঝারি মাত্রার ২ টি ভূমিকম্প আঘাত হানে। স্থানীয় সময় বিকেলের দিকে দেশটির আয়াবতী ও রাখাইন রাজ্যে এ ২ ভূমিকম্প আঘাত হানলে বাংলাদেশের কক্সবাজারেও এর কম্পন অনুভূত হয়েছিল।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোরো মৌসুমের ধান-চালের সংগ্রহ মূল্য নির্ধারণ

চলতি ২০২৪-২৫ অর্থবছরের বোরো মৌসুমে ধান, চাল ও গমের সংগ্রহ মূল্য নির্ধারণ করেছ...

চীনা প্রতিষ্ঠানের ১৫০ মিলিয়ন ডলার বিনিয়োগের সমঝোতা স্বাক্ষর

এবার বাংলাদেশে ১৫০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে চীনভিত্তিক খ্যাত...

চুয়াত্তরের দুর্ভিক্ষের কথা বলতে গিয়ে কাঁদলেন প্রধান উপদেষ্টা

বিনিয়োগ সম্মেলনে ১৯৭৪ সালের দুর্ভিক্ষে ক্ষুধা-দারিদ্র্যের কথা বলতে গিয়ে কেঁদে...

শেখ হাসিনার পরিবারের ১৬ কোটি টাকা অবরুদ্ধ

দুর্নীতির অভিযোগ থাকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জ...

বৈশাখের শোভাযাত্রায় থাকছে ফিলিস্তিন নিয়ে গান

পহেলা বৈশাখের শোভাযাত্রায় ফিলিস্তিন নিয়ে গান গাওয়া হবে বলে জানিয়েছেন সংস্কৃতি...

দিনাজপুরে অংশ নেবে ১ লাখ ৮২ হাজার ৪১০ পরীক্ষার্থী

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অ...

রাজনৈতিক বৈরিতা ঢাকা পড়েছে ভাগ-বাটোয়ারার ছায়ায়!

উপরে রাজনৈতিক বিরোধিতা থাকলেও ভেতরে ভেতরে ‘অ...

ভারতের বিরুদ্ধে ডব্লিউটিওতে অভিযোগ জানাবে বাংলাদেশ

বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে ভারত। এর ফলে বাংলাদেশের র...

চীনা প্রতিষ্ঠানের ১৫০ মিলিয়ন ডলার বিনিয়োগের সমঝোতা স্বাক্ষর

এবার বাংলাদেশে ১৫০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে চীনভিত্তিক খ্যাত...

'পার্ক ব্যবস্থাপনা প্রাণিবান্ধব ও দর্শনার্থীবান্ধব করতে হবে'

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পার্ক ব্যবস্থাপনাটা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা