ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মণিপুরে মন্ত্রীর বাসভবনে আগুন

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে অব্যাহত সহিংসতার মধ্যে রাজ্যটির শিল্পমন্ত্রী নেমচা কিপজেনের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তিনি উত্তর-পূর্ব ভারতের ঐ রাজ্যটির একমাত্র নারী মন্ত্রী।

আরও পড়ুন : সন্ধ্যায় আঘাত হানবে ‘বিপর্যয়’

বুধবার (১৪ জুন) রাতে ইম্ফল ওয়েস্টের ল্যামফেল এলাকায় ঐ নারী মন্ত্রীর সরকারি বাসভবনে আগুন ধরিয়ে দেওয়া হয়। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি।

এনডিটিভি বলছে, উত্তর-পূর্ব ভারতের মণিপুরে অব্যাহত সহিংসতার মধ্যে বুধবার রাজ্যটির একমাত্র নারী মন্ত্রীর সরকারি বাসভবনে আগুন দেওয়া হয়েছে। ইম্ফল ওয়েস্টের ল্যামফেল এলাকায় শিল্পমন্ত্রী নেমচা কিপজেনের বাসভবনে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন : গ্রিসে নৌকা ডুবি, ৭৮ অভিবাসীর মৃত্যু

অবশ্য কর্মকর্তারা জানিয়েছেন, নেমচা কিপজেন তখন বাড়িতে ছিলেন না। পরে নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি অভিযান শুরু করে।

প্রতিবেদনে বলা হয়, গত বছরের বিধানসভা নির্বাচনে উপজাতি অধ্যুষিত কাংপোকপি বিধানসভা আসন থেকে রাজ্য বিধানসভায় নির্বাচিত হয়েছিলেন নেমচা কিপজেন। তিনি মুখ্যমন্ত্রী এন. বীরেন সিংয়ের নেতৃত্বে ১২ সদস্যের মন্ত্রিসভার একমাত্র নারী মন্ত্রী।

আরও পড়ুন : কলকাতা বিমানবন্দরে অগ্নিকাণ্ড

নেমচা কিপজেন রাজ্যটির ১০ জন কুকি বিধায়কের মধ্যে রয়েছেন, যারা মণিপুরে একটি পৃথক প্রশাসনের দাবি জানাচ্ছেন। বিজেপির ৭ জন কুকি বিধায়কের মধ্যেও নেমচা রয়েছেন।

এদিকে সেনাবাহিনীর সূত্র জানিয়েছে, মঙ্গলবার (১৩ জুন) রাতে নতুন করে ছড়িয়ে পড়া সহিংসতায় মণিপুরে ৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারীও রয়েছেন। রাজ্যটির খামেনলোক এলাকায় গভীর রাতে গুলি চালানোর ঘটনায় এ মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

এ সময় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে চিকিৎসার জন্য ইম্ফলে নিয়ে যাওয়া হয়েছে। সহিংসতায় নিহতদের মধ্যে কয়েকজনের শরীরে কাটা দাগ এবং একাধিক বুলেটের আঘাত রয়েছে।

মেইতেই এবং কুকি সম্প্রদায়ের মধ্যে জাতিগত সংঘর্ষের কারণে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় এ রাজ্যটিতে এক মাসেরও বেশি সময় ধরে উত্তেজনাপূর্ণ অবস্থা বিরাজ করছে। সর্বশেষ এ ঘটনা মণিপুর রাজ্যে শান্তি পুনঃপ্রতিষ্ঠার প্রচেষ্টায় বড় ধাক্কা হিসেবে মনে করা হচ্ছে।

আরও পড়ুন : পশুবাহী গাড়ি থামানো যাবে না

সংবাদ মাধ্যমটি বলছে, এক মাসেরও বেশি সময় ধরে বিভিন্ন ইস্যুতে মণিপুর রাজ্যের ক্ষুদ্র জাতিগোষ্ঠীগুলোর মাঝে উত্তেজনা চলছে। স্থানীয় কুকি উপজাতিরা তফসিলি উপজাতির মর্যাদার দাবির প্রতিবাদে গত ৩ মে সংহতি সমাবেশের আয়োজন করে। এ সমাবেশ ঘিরে ঐ দিন পার্বত্য রাজ্যটিতে সংঘর্ষের সূত্রপাত হয়।

এক সপ্তাহেরও বেশি সময় ধরে চলা ঐ সহিংসতায় ৭০ জনেরও বেশি মানুষের প্রাণহানি ঘটে। এ সময় কোটি টাকার সম্পত্তি পুড়িয়ে দেওয়া হয় এবং হাজার হাজার মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন।

আরও পড়ুন : কয়লা নিয়ে জাহাজ বিদ্যুৎকেন্দ্রে

রাজ্যটির সংরক্ষিত বনাঞ্চল থেকে কুকি গ্রামবাসীদের উচ্ছেদ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছিল। ফলে সেখানে দফায় দফায় আন্দোলনও হয়।

মণিপুর রাজ্যের জনসংখ্যার প্রায় ৬৪ শতাংশ মেইতেই সম্প্রদায়ের। তারপরও ঐ রাজ্যের মোট ভূখণ্ডের মাত্র ১০ শতাংশের মালিকানা এই সম্প্রদায়ের সদস্যদের হাতে রয়েছে। ভারতের এই রাজ্যে তফসিলি উপজাতিদের বাইরে পাহাড়ী এলাকায় অন্য কারও জমি কেনার অনুমতি নেই।

আরও পড়ুন : জাপানে গুলিতে ২ সেনা নিহত

সম্প্রতি দেশটির হাইকোর্ট মেইতেই সম্প্রদায়কে তফসিলি উপজাতিদের তালিকার অন্তর্ভূক্ত করা যায় কি না, রাজ্য সরকারকে তা খতিয়ে দেখার নির্দেশ দেন। হাইকোর্টের এ নির্দেশের পর নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে মণিপুর।

মেইতেই সম্প্রদায়ের সদস্যরা তফসিলি উপজাতিদের তালিকায় ঠাঁই পেলে তারা সেখানে জমি কেনার অনুমতি পাবেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা