ইন্টারন্যাশনাল ডেস্ক:
ইন্দোনেশিয়ায় ৬.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার (১৯ আগস্ট) দেশটির পশ্চিমাঞ্চলীয় বেংকুলু প্রদেশে এই ভূমিকম্প হয়। তবে এতে এখনও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি এবং সুনামির সতর্কতা জারি করা হয়নি। দ্য স্ট্রেইট টাইমস এর সূত্র থেকে এসব খবর জানা যায়।
গণমাধ্যমটি এক প্রতিবেদনে জানিয়েছে, জাকার্তার স্থানীয় সময় ভোর ৫টা ২৯ মিনিটে আঘাত হানা বেংকুলুর উতারা জেলার দক্ষিণ-পশ্চিমে ৭৮ কিলোমিটার দূরে এ ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল এবং সমুদ্রপৃষ্ঠ থেকে ১১ কিলোমিটার গভীরে ছিল এর উপকেন্দ্র।
জানা গেছে, সবচেয়ে বেশি কম্পন অনুভূত হওয়া কেপাহিয়াং জেলায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং সেখানকার বাসিন্দাদের মধ্যেও এ ভূমিকম্প আতঙ্ক সৃষ্টি করতে পারেনি বলে জানিয়েছেন কেপাহিয়াং জেলার দুর্যোগ পরিচালনা সংস্থার জরুরি ইউনিটের প্রধান সামসুদ্দিন।
তবে সরকারী উদ্ধারকারী সংস্থা এবং জরুরি দুর্যোগ ব্যবস্থাপনা ইউনিট সব রকমের বিপদ মোকাবেলায় প্রস্তুত রয়েছে বলে সরকারের তরফ থেকে জানানো হয়েছে।