আন্তর্জাতিক ডেস্ক: রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ নানা নথি ব্যবহার করার মামলায় মিয়ামির ফেডারেল আদালতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী মঙ্গলবার (১৩ জুন) তিনি আদালতে হাজির হবেন।
আরও পড়ুন: হত্যা মামলায় ইমরান খানের জামিন
শুক্রবার (৯ জুন) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
হোয়াইট হাউস ছাড়ার পরও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ নানা নথি ব্যবহার করায় তার বিরুদ্ধে এ অভিযোগ গঠন করা হয়।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, একের পর এক মামলায় অভিযুক্ত হচ্ছেন যুক্তরাষ্ট্রের বহুল আলোচিত সাবেক এ প্রেসিডেন্ট। সবশেষ হোয়াইট হাউস ছাড়ার পরও জাতীয় প্রতিরক্ষা দপ্তরের গোপন নথি নিজের কাছে রেখে দেয়া এবং ন্যায় বিচারে বাঁধা দেয়া সংক্রান্ত ধারাবাহিক বেশ কয়েকটি অভিযোগের মুখোমুখি হচ্ছেন ট্রাম্প।
আরও পড়ুন: খেরসনে বানের পানিতে ভাসছে মরদেহ
গত এপ্রিলে নিউ ইয়র্কের গ্রান্ড জুরি ডোনাল্ড ট্রাম্পকে অভিযুক্ত করেন। এরপরে এটি হবে আদালতে তার দ্বিতীয় হাজিরা।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ইতিহাসে কোনো প্রেসিডেন্টের বিরুদ্ধেই ফেডারেল অপরাধ সংক্রান্ত অভিযোগ আনা হয়নি। ট্রাম্পের ক্ষেত্রে এটি একটি বিরল ঘটনা।
সান নিউজ/আর