আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ দোনেৎস্কের বন্দরনগর কাখোভকার বাঁধে বিস্ফোরণের পর তা ধসে পড়ায় কাখোভকা, খেরসনসহ বিভিন্ন শহরে নিপার নদীর পানি ঢুকে বন্যা দেখা দিয়েছে। খেরসন শহরে সেই বানের পানিতে মানুষের মরদেহ ভাসছে।
আরও পড়ুন: চার্জার ফ্যান বিস্ফোরণে দগ্ধ ৫
জেলেনস্কি বলেন, বন্যার পানিতে খেরসনে রাস্তাঘাট সব ডুবে গেছে, মানুষের ঘরবাড়িতেও পানি ঢুকেছে। অধিকাংশ লোকজন বাড়ির ছাদে আশ্রয় নিয়েছেন।
ছাদে আশ্রয় নেওয়াদের অনেকেই বন্যার পানিতে লাশ ভাসতে দেখেছেন। আমার বিশ্বাস, আপনারা (সাংবাদিক) যদি খোঁজ নেন— সেক্ষেত্রে এই তথ্যের সত্যতা পাবেন।
জেলেনস্কি বলেন, খেরসন এখন রুশ বাহিনীর দখলে আছে। আমাদের পক্ষে সেখান থেকে উপদ্রুত লোকজনকে সরিয়ে আনা খুবই কঠিন। আমাদের উদ্ধারকারী বাহিনী সেখানে গিয়েছিল, কিন্তু তাদের দেখামাত্র গুলি করেছে রুশ সেনারা।
আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৭
নিপ্রো নদীর এক তীর এখন সম্পূর্ণ রুশ বাহিনীর নিয়ন্ত্রণে। অপর তীরের কিছু অংশে এখনও ইউক্রেনের নিয়ন্ত্রণ রয়েছে, কিন্তু সেখানেও অধিকাংশ এলাকার দখল নিয়েছে রুশ সেনারা।
গত মঙ্গলবার ভোরের দিকে বিস্ফোরণে নিপ্রো নদীর এই বাঁধটির একাংশ উড়িয়ে দেওয়া হয়। নিপ্রোর তীরবর্তী কাখোভকা শহরে এই বাঁধটির অবস্থান। সোভিয়েত আমলে তৈরি এই বাঁধটি আসলে একটি হাইড্রোইলেকট্রিক ড্যামও। বাঁধটির সাহায্যে নিপ্রো নদীর স্রোতকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হতো।
আরও পড়ুন: ফের ওড়িশায় ট্রেনে দুর্ঘটনা
মঙ্গলবার বিস্ফোরকের মাধ্যমে বাঁধটির একাংশ উড়িয়ে দেওয়ার পর দোনেৎস্কের বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। প্রদেশটির ওলেস্কি শহরের নির্বাসিত মেয়র ইয়েভেন রাইশ্চুক ইউক্রেনীয় সংবাদমাধ্যম কিয়েভ ইন্ডিপেন্ডেন্টকে জানান, বন্যায় তার শহরে অন্তত ৩জনের মৃত্যুর সংবাদ পেয়েছেন তিনি। এই শহরটি বর্তমানে রুশ বাহিনী নিয়ন্ত্রণ করছে।
পলিটিকোকে ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, নিপ্রো নদী তীরের ইউক্রেন নিয়ন্ত্রিত এলাকাগুলো থেকে ১০৩ জন শিশুসহ ২ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
সান নিউজ/এনকে