আন্তর্জাতিক ডেস্ক : মিসরের সীমান্তবর্তী এলাকায় বন্দুকধারীর গুলিতে ৩ ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন সেনা আহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী।
আরও পড়ুন : সাদিক-রুপনের ৯ কর্মী গ্রেফতার
শনিবার (৩ জুন) সকালে গুলিতে একজন পুরুষ এবং নারী সেনা নিহত হন।
পরবর্তীতে সন্দেহভাজন হামলাকারীকে গুলি করে হত্যা করা হয়। ঐ সময় সার্চ অপারেশন চালানোর সময় গুলিতে আরেক সেনা নিহত হন। সীমান্তে মাদক চোরাচালানের একটি প্রচেষ্টা ব্যর্থ করে দেওয়ার পরই এ ঘটনা ঘটে।
আরও পড়ুন : দেশে আরও নতুন শনাক্ত ৬৫
ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল রিচার্ড হেকট জানান, অভিযান চালিয়ে এক ব্যক্তির কাছ থেকে ৪ লাখ ডলার মূল্যের মাদক বাজেয়াপ্ত করা হয়। ঐ ব্যক্তি একটি সিঁড়ি ব্যবহার করে ইসরায়েল-মিসর সীমান্তের বেড়া টপকান।
কর্নেল জানিয়েছেন, তাদের ধারণা মাদক চোরাচালান এবং সেগুলো বাজেয়াপ্ত করার সাথে এ গোলাগুলির সম্পর্ক রয়েছে।
হামলাকারীর পরিচয় সম্পর্কে কর্নেল রিচার্ড বলেন, এটি আইএসআইএলের (ইসলামিক স্টেট সশস্ত্র গোষ্ঠী) কাজ হতে পারে, কোনো সীমান্তরক্ষীর কাজ হতে পারে, কোনো চোরাকারবারীর কাজ হতে পারে।
আরও পড়ুন : আজ শপথ নিচ্ছেন এরদোয়ান
আমরা এখনো বিষয়টি খুঁজে বের করার চেষ্টা করছি। হামলাকারী কে সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, মিসরীয় সেনাবাহিনীর সহায়তায় একটি তদন্ত সম্পন্ন করা হয়েছে।
খবর : বিবিসি
সান নিউজ/এনজে