ইন্টারন্যাশনাল ডেস্ক:
ভারতের পার্লামেন্ট ভবনে সোমবার সকালে আগুন লেগেছে। দিল্লি ফায়ার সার্ভিস সূত্রকে উদ্ধৃত করে সম্প্রচারমাধ্যম এনডিটিভি জানিয়েছে, কিছু সময়ের প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে।
সোমবার (১৭ আগস্ট) সকালে পার্লামেন্ট ভবনের অ্যানেক্স বিল্ডিংয়ের ৬ষ্ঠ তলায় আগুন লাগে। ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয় সকাল সাড়ে ৭টার দিকে। এই ঘটনায় আতঙ্ক ছড়ায়। খবর পেয়েই ঘটনাস্থলে যায় দমকলের ৭টি ইঞ্জিন। দ্রুততার সঙ্গে চলে আগুন নেভানোর কাজ।
আগুন নিয়ন্ত্রণে আসার বিষয়টি নিশ্চিত করেছেন দিল্লি ফায়ার সার্ভিসের পরিচালক অতুল গর্গ।
এদিকে, আগুনের কারণ এখনও স্পষ্টভাবে জানা যায়নি। তবে শর্টসার্কিট থেকেই আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। কীভাবে আগুন লাগল, তা তদন্ত করে দেখা হচ্ছে।
এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।