আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের রাজধানী কিয়েভ ও কৃষ্ণ সাগরীয় বন্দর নগরী ওডেসায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। তবে কিয়েভে ছোঁড়া ক্ষেপণাস্ত্রগুলো ঠেকিয়ে দেওয়ার দাবি করেছে ইউক্রেনের সেনাবাহিনী।
আরও পড়ুন : দেশের ১৮ জেলায় ঝড়-বৃষ্টি
বৃহস্পতিবার (১৮ মে) রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার পর কিয়েভের একটি বহুতল ভবন থেকে ধোঁয়ার কুণ্ডলি বের হতে দেখা যায়।
ধ্বংসপ্রাপ্ত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ একটি বহুতল ভবনে আছড়ে পড়লে সেখানে আগুন লেগে যায়। এতে কমপক্ষে একজন নিহত হয়েছেন।
আরও পড়ুন : রাষ্ট্রপতি নিয়োগের রিট খারিজ
ইউক্রেনের সেনাবাহিনী বলছে, কিয়েভের দেসনিয়ানস্কিতে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আর দারনাৎস্কির পাশে ভূপাতিত করা একটি ক্ষেপণাস্ত্র বহুতল ভবনের ওপর আছড়ে পড়লে সেখানে অগ্নিকাণ্ড ঘটে।
ইউক্রেনের স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, মধ্যাঞ্চলের ভিনিৎসিয়ায় রুশ সেনারা ক্রুস ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। অপরদিকে ১০০ কিলোমিটার পূর্ব দিকের খমেলেতেস্কিতেও হামলা হয়েছে।
আরও পড়ুন : বঙ্গভবনের উদ্দেশ্যে পাবনা ছেড়েছেন
বৃহস্পতিবার ভোরে কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান সেরহি পোপকো এক সতর্ক বার্তায় সবাইকে নিরাপদ আশ্রয়ে থাকার আহ্বান জানান। পরবর্তীতে তিনি দাবি করেন, রাশিয়া যেসব ক্ষেপণাস্ত্র ছুড়েছে তার সবগুলোই ধ্বংস করে দেওয়া হয়েছে।
এ নতুন হামলার মাধ্যমে রাশিয়া শুধুমাত্র চলতি মাসে কিয়েভে নবমবারের মতো হামলা চালিয়েছে। যা ইঙ্গিত করছে, তারা ইউক্রেনের রাজধানী কিয়েভকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে।
আরও পড়ুন : তথ্য পাচারের অভিযোগে গ্রেফতার ২
গত সোমবার (১৫ মে) কিয়েভে আকাশ, নৌ ও স্থল থেকে অভাবনীয় ক্ষেপণাস্ত্র হামলা চালায় রুশ বাহিনী। পরের দিন দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, কিয়েভে হাইপারসনিক কিনজাল ক্ষেপণাস্ত্র ছুঁড়ে যুক্তরাষ্ট্রের পাঠানো প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে। তবে এ দাবির সত্যতা নিশ্চিত করা যায়নি।
খবর : আল জাজিরা
সান নিউজ/এনজে