বুধবার, ৯ এপ্রিল ২০২৫
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক প্রকাশিত ১৮ মে ২০২৩ ০২:৩৯
সর্বশেষ আপডেট ১৮ মে ২০২৩ ০৩:৪১

ইতালিতে ভয়াবহ বন্যা, নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক : ইতালির উত্তরাঞ্চলীয় প্রদেশ এমিলিয়া-রোমাগনায় তুমুল বর্ষণ ও তার ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে কমপক্ষে ৯ জন নিহত হয়েছেন।

আরও পড়ুন : বাড়ি ঘিরে রেখেছে পুলিশ, গ্রেফতার আতঙ্ক

ইতিমধ্যে দুর্যোগ মোকাবিলা বিভাগের তৎপরতায় উপদ্রুত বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে আনা হয়েছে। তা না হলে হতাহতের সংখ্যা আরও বাড়ত।

ইতালির কেন্দ্রীয় সরকারের বেসামরিক সুরক্ষা বিষয়ক মন্ত্রী নেল্লো মুসুমেকি রয়টার্সকে জানিয়েছে, গত ৩৬ ঘণ্টায় তার এমিলিয়া-রোমাগনায় যে পরিমাণ বৃষ্টিপাত হয়েছে, তা সেখানে বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণের অর্ধেকেরও বেশি। তুমুল বৃষ্টির ফলে নদী ও অন্যান্য জলাশয়ের পানি উপচে পড়ায় প্রদেশটির বিভিন্ন শহরের বাড়ি-ঘর, রাস্তা-ঘাট এবং হাজার হাজার একর কৃষিজমি ডুবে গেছে।

আরও পড়ুন : বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

বুধবার (১৭ মে) এমিলিয়া-রোমাগনার প্রাদেশিক সরকারের প্রেসিডেন্ট স্টেফানো বোনাক্কিনি এক সংবাদ সম্মেলনে জানান, এই প্রদেশে এর আগে এত বৃষ্টিপাত দেখিনি। এটা একটি অভূতপূর্ব দুর্যোগ। এত বেশি বৃষ্টিপাত হয়েছে যে পানি নির্গমন ব্যবস্থাও কাজ করছে না।

প্রাদেশিক সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, গত ৩৬ ঘণ্টার বৃষ্টিতে এমিলিয়া-রোমাগনায় প্রায় ১২০ টি ভূমিধসের ঘটনা ঘটেছে। একটি সেতু ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে গেছে এবং সড়ক ও রেলপথগুলো পানির নিচে তলিয়ে যাওয়া প্রদেশের অধিকাংশ শহর ও গ্রাম যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

আরও পড়ুন : ট্রেনের ধাক্কায় প্রাণ গেল হাতির

এই ভয়াবহ দুর্যোগে প্রদেশের শহর-গ্রাম মিলিয়ে কমপক্ষে ৩৭ টি এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আড্রিয়াটিক সাগরের তীরবর্তী রেভেন্না শহর।

নগর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, শহরের অধিকাংশ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে আনা হলেও এখন পর্যন্ত ঝুঁকিতে আছেন ১৪ হাজারেরও বেশি মানুষ। যোগাযোগ ব্যবস্থার ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে তাদেরকে এখনও সরিয়ে আনা সম্ভব হয়নি।

আরও পড়ুন : সন্ত্রাসীদের গুলিতে দুই সেনা নিহত

এমিলিয়া-রোমাগনা প্রাদেশিক সরকারের ভাইস প্রেসিডেন্ট ইরেনে প্রিয়োলো জানান, ‍বৃষ্টি পুরোপুরি না থামলেও সময় গড়ানোর সাথে সাথে বৃষ্টিপাতের পরিমাণ কমে আসছে। কিন্তু নদী ও অন্যান্য জলাশয়ের পানি এখনও বাড়ছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিয়ানমারের দূতসহ ঢাকায় আসছেন মার্কিন ২ কর্মকর্তা

এপ্রিলের মাঝামাঝি সময়ে ঢাকায় আসছেন মার্কিন প্রশাসন...

নীলফামারীতে বাংলাদেশ স্কাউটস দিবস অনুষ্ঠিত

‘সাহসী ও দায়িত্বশীল আগামীর প্রজন্ম’ প্...

বগুড়ায় খুন করে হাসপাতালে রেখে গেল লাশ

বগুড়ার শেরপুরে পরকীয়ার জেরে কাবিল হোসেন (৪০) নামের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা