ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক

পূর্ব পাকিস্তানের সঙ্গে ভয়াবহ অন্যায় হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : পূর্ব পাকিস্তানের সঙ্গে যে ভয়াবহ অন্যায় করা হয়েছে তা আমাদের অনুধাবন করতে হবে বলে জানিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান খান।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলা, নিহত ৪

শনিবার (১৩ মে) আল-কাদির ট্রাস্ট মামলায় জামিনে মুক্ত হয়ে লাহোরে জামান পার্কের বাড়ি থেকে জাতির উদ্দেশে ভার্চুয়ালি দেওয়া বক্তব্যে এ কথা বলেন তিনি।

ইমরান খান ইউটিউবে সরাসরি প্রচারিত বক্তব্যে বলেন, আজ আমাদের বুঝতে হবে, পূর্ব পাকিস্তানের কী হয়েছিল, সেখানকার মানুষের ওপর কী অত্যাচার করা হয়েছে।

সেখানকার দল নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল এবং ওই দলের নেতারই প্রধানমন্ত্রী হওয়া উচিত ছিল। কিন্তু তাদের সেই অধিকার প্রত্যাখ্যান করা হয়েছিল।

আরও পড়ুন : নিউজিল্যান্ডে অগ্নিকাণ্ড, নিহত ১০

তিনি আরও বলেন, আমরা অর্ধেক দেশ হারিয়েছি। দেশের যে কী ক্ষতি করা হয়েছে সেটা আমরা ভাবতেও পারি না। কারণ দরজা বন্ধ করে হাতে গোনা কয়েকজন মিলে সিদ্ধান্ত নেন। যারা বাকি বিশ্বে কী ঘটছে তার খবরও জানেনও না, তারাই সিদ্ধান্ত নেন।

পিটিআই প্রধান বলেন, তাদের সিদ্ধান্তের কারণে যে ক্ষতি হয়ে গেছে সেটা জনগণকে জানতে পর্যন্ত তারা দেননি।

তিনি আরও জানান, হামিদুর রহমান কমিশনের প্রতিবেদন তৈরি করার পর সেটা প্রকাশই করা হয়নি। এর ২৫ বছর পর ভারতে সেটা প্রকাশ করা হয়।

আরও পড়ুন : যুক্তরাজ্য সফরে গেলেন জেলেনস্কি

সাবেক বিশ্বকাপ জয়ী এ অধিনায়ক বলেন, আজ আমি আবার স্মরণ করিয়ে দিতে চাই, পূর্ব পাকিস্তানের কথা। মার্চ ১৯৭১ সালে পূর্ব পাকিস্তান অনূর্ধ্ব উনিশের বিরুদ্ধে আমি ম্যাচ খেলতে গিয়েছিলাম। আমাদের যে জাহাজ ফেরত এসেছিল, তা ছিল সেখান থেকে আসা শেষ জাহাজ।

আমার এখনো মনে আছে, পাকিস্তানের প্রতি সেখানকার মানুষের কতই না ঘৃণা ছিল। আমাদের তো তা জানাই ছিল না আসলে কী ঘটছে। কারণ এখন যেভাবে মিডিয়াকে নিয়ন্ত্রণ করা হয়, তখনও সেভাবেই নিয়ন্ত্রণ করা হতো। এখন তারা সামাজিক মাধ্যম পর্যন্ত বন্ধ করে দিচ্ছে।

আরও পড়ুন : থাইল্যান্ডে বিরোধীদের জয়

সাবেক এ প্রধানমন্ত্রী বলেন, পূর্ব পাকিস্তানের জনগণ যে নৃশংসতার শিকার হয়েছিল, তা আজ আমাদের বুঝতে হবে। সূত্র : টাইমস অব ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা