আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রে টেক্সাস অঙ্গরাজ্যের ডালাসের উত্তরাঞ্চলে একটি শপিংমলে বন্দুকধারীর হামলায় কমপক্ষে ৯ জন নিহত হয়েছেন।
আরও পড়ুন : মণিপুরে জাতিগত সংঘাত, নিহত ৫৪
বন্দুক হামলার ঘটনা নিশ্চিত করেছে দেশটির ইমার্জেন্সি সার্ভিস। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে বিবিসি।
ডালাসের অ্যালেন শহরে ওই হামলার পরপরই শপিংমল থেকে শত শত মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।
এক বন্দুকধারী শপিংমলের লোকজনকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে বলে এক প্রত্যক্ষদর্শী জানান।
আরও পড়ুন : ফসফরাস বোমা হামলার অভিযোগ
এদিকে ওই হামলার পর পুলিশের গুলিতে বন্দুকধারী নিহত হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। পুলিশ বলছে, একজন ব্যক্তিই বন্দুক নিয়ে হামলা চালিয়েছে।
ধারণা করা হচ্ছে, নিহতদের মধ্যে বেশ কয়েকজন শিশুও রয়েছে। ওই হামলায় কমপক্ষে সাতজন আহত হয়েছে। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
এই বন্দুক হামলাকে ‘ভয়াবহ ট্র্যাজেডি’ হিসেবে বর্ণনা করে টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবোট বলেছেন যে, তারা স্থানীয় কর্তৃপক্ষকে যে কোনো ধরনের সহায়তা দিতে প্রস্তুত।
আরও পড়ুন : যুক্তরাজ্যে রাজতন্ত্রবিরোধীদের বিক্ষোভ
এপি নিউজকে ফনটাইন পেটন নামের এক প্রত্যক্ষদর্শী জানান, শপিংমলে তার কানে হেডফোন থাকার পরেও তিনি গোলাগুলির শব্দ শুনতে পেয়েছেন।
তিনি বলেন, লোকজন যখন শপিংমল থেকে বের হয়ে যাচ্ছিল তখন তারা বাইরে বেশ কয়েকজনের মরদেহ দেখতে পান।
আমি প্রার্থনা করছিলাম যেন এর মধ্যে কোনো শিশু না থাকে জানিয়ে তিনি বলেন, কিন্তু বেশ কয়েকজন শিশুও নিহত হয়েছে বলে মনে হচ্ছে।
আরও পড়ুন : অবশেষে রাজমুকুট চার্লসের মাথায়
গান ভায়োলেন্স আর্কাইভ সূত্রে, চলতি বছর যুক্তরাষ্ট্রে কমপক্ষে ১৯৮টি গোলাগুলির ঘটনা ঘটেছে। চলতি সপ্তাহের শুরুতে টেক্সাস পুলিশ এক ব্যক্তিকে গ্রেফতার করে। ওই ব্যক্তি নয় বছর বয়সী এক শিশুসহ তার পাঁচ প্রতিবেশীকে গুলি করে হত্যা করে।
সান নিউজ/এইচএন