ইন্টারন্যাশনাল ডেস্ক:
সিরিয়ার ক্যাম্পে শামীমার সঙ্গে থাকা আরেক আইএস বধূ সামিয়া হুসেইন যুক্তরাজ্যে ফিরেছেন ছয় মাস আগেই। তিনি যুক্তরাজ্যে ফেব্রুয়ারি মাসে ফেরেন।
ব্রিটেনের ট্যাবলয়েড পত্রিকা ‘দ্য সান’ এর একটি প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
এছাড়া ডেইলি মিররও এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়, জঙ্গিদের সঙ্গে থাকা অবস্থায় হামলায় ২৫ বছর বয়সী সামিয়ার এক হাত হারানোর পাশাপাশি একটি স্তন নষ্ট হয়ে গেছে।
ব্রিটিশ পাসপোর্ট দিয়ে হিথ্রো বিমানবন্দর ব্যবহার করে ১২ ফেব্রুয়ারি যুক্তরাজ্যে ফেরেন তিনি।
সাংবাদিকতার ওপর পড়ালেখা করা এই তরুণী অবশ্য শহরে ঢুকতে পারেননি। তার আগেই সন্ত্রাসবিরোধী পুলিশ তাকে গ্রেফতার করে।
পুলিশ জানিয়েছে, আইএস’র সঙ্গে থাকাকালীন তার ভূমিকার বিষয়ে এখন ‘বৈশ্বিক তদন্ত’ চলছে।
ওয়েস্ট লন্ডনের বাসিন্দা সামিয়া ২০১৫ সালে উধাও হন। এক সময় কেনিয়ায় লেখাপড়া করতে যান তিনি।
গত বছর বাঘৌজে সেনাবাহিনীর অভিযানের সময় তিনি গ্রেফতার হন। এরপর সাত মাস হাসপাতালে কাটিয়ে শরণার্থী ক্যাম্পে শামীমার পাশে ঠাঁই হয় তার। শামীমা ব্রিটেনে ফিরতে চেয়েও পারছেন না।
সামিয়া জানিয়েছেন, অনলাইন গ্রুমারদের কথায় উদ্বুদ্ধ হয়ে তিনি সিরিয়ায় পাড়ি দেন। মুসলিম শিশুদের দেখভাল করার কথা ছিল তাদের।
সান নিউজ/ আরএইচ