আন্তর্জাতিক ডেস্ক: চীনের রাজধানী বেইজিংয়ে বালুঝড় বইছে। এই বালুঝড় আগামীকাল বুধবার সকাল পর্যন্ত বেইজিংসহ আরও বেশ কয়েকটি প্রদেশে বইতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন দেশটির আবহাওয়াবিদেরা।
আরও পড়ুন: যুদ্ধজাহাজ উদ্বোধন করলেন এরদোগান
গত কয়েক সপ্তাহ ধরেই বেইজিংয়ে বায়ুদূষণ তীব্র আকার ধারণ করেছে। প্রায় প্রতিদিনই অমৌসুমি বালুঝড় বইতে দেখা যাচ্ছে।
বেইজিংয়ের আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, আগামীকাল বুধবার সকাল ৮টা পর্যন্ত শানসি, হেবেই, শানডং, জিয়ানঝু, আনহুই, হেনান, হুবেই ও সাংহাইসহ অন্তত ১২টি প্রদেশে বালুঝড় বয়ে যেতে পারে।
আরও পড়ুন : বাংলাদেশ-জাপান সংলাপ অনুষ্ঠিত
আবহাওয়াবিদেরা বলছেন, বালুঝড়ের জন্য নীল আবহাওয়া সতর্কতা জারি করা হয়েছে। চীনে চার ধরনের আবহাওয়া সতর্কতা জারি করতে দেখা যায়। সবচেয়ে খারাপ আবহাওয়ার জন্য লাল সতর্কতা এবং তুলনামূলক কম খারাপের জন্য নীল সতর্কতা জারি করা হয়।
উত্তর চীন এবং প্রতিবেশী মঙ্গোলিয়ার মরুভূমিতে তাপমাত্রা বেড়ে যাওয়া ও বৃষ্টিপাত কমে যাওয়ার কারণে বালুঝড় অনেক বেড়েছে। ১৯৬০ সালের তুলনায় এখন চার গুণ বেশি বালুঝড় হয় বলে জানান বাস্তুসংস্থান ও পরিবেশ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা।
সান নিউজ/আর