আন্তর্জাতিক ডেস্ক: ব্রাজিলে পুলিশের অভিযানে অন্তত ১৩ জন নিহত হয়েছে। রয়টার্সের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
আরও পড়ুন: এবার গণভবনে হচ্ছে না ইফতার পার্টি
জানা যায়, দেশটির সমুদ্রতীরবর্তী শহর রিও ডি জেনেইরোর কাছে এক অপরাধী দলের প্রধানকে গ্রেফতারের সময় পুলিশের অভিযানে অন্তত ১৩ জন নিহত হয়েছে।
রিও ডি জেনেইরোর উত্তর-পূর্বে সাও গনসালো শহরের শ্রমিক শ্রেণির আবাসিক এলাকা সালগেইরোতে এ ঘটনা ঘটে।
পুলিশের জানিয়েছে, অপরাধী দলের প্রধানকে গ্রেফতারের সময় পুলিশের ওপর হামলা করে অপরাধী চক্রের সদস্যরা। এ সময় পুলিশ পাল্টা গুলি চালালে সন্দেহভাজন অপরাধীরা নিহত হন।
ব্রাজিলের উত্তরাঞ্চলীয় রাজ্য পারা মাদক চক্রের মূলহোতা হিসেবে অভিযুক্ত লিওনার্দো কোস্তা আরাউজো সালগেইরোতে লুকিয়ে আছে— এমন খবরে বৃহস্পতিবার পুলিশ সেখানে অভিযান শুরু করেছিল।
আরও পড়ুন: দেশে রাজনৈতিক সংকট নেই
সংঘর্ষে আরাউজোও নিহত হয়েছেন। বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তার মৃত্যুর সঙ্গে তার জড়িত থাকার অভিযোগ ছিল।
পুলিশ জানিয়েছে, আরাউজোকে গ্রেফতারে বৃহস্পতিবার চালানো এই অভিযানে হেলিকপ্টার ও সাঁজোয়া যানও ব্যবহার করা হয়।
সান নিউজ/এনকে