আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের এজিয়ান উপকূলে নৌকাডুবির ঘটনায় ৫ জন অভিবাসী মারা গেছেন। এ ঘটনায় তুরস্কে ১১ জন ও গ্রীসে ৫ জন অভিবাসীকে জীবিত উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন : রাশিয়া থেকে যুদ্ধবিমান কিনছে ইরান
শনিবার (১১ মার্চ) সকালে এ ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
রয়টার্স বলছে, তুরস্কের দক্ষিণ-পশ্চিম উপকূলে একটি নৌকা ডুবে গেলে ৫ অভিবাসীর মৃত্যু হয়েছে। তুরস্কের কোস্টগার্ড এই ঘটনায় ১১ জনকে উদ্ধার করেছে। অন্যদিকে গ্রীসের কাছাকাছি একটি দ্বীপে বলেছে আরও ৫ জন অভিবাসীকে উদ্ধার করে।
আরও পড়ুন : রোহিঙ্গাদের কাজের সুযোগ দেবে না বাংলাদেশ
তুরস্কের কোস্টগার্ড থেকে পাওয়া তথ্য অনুযায়ী, শনিবার সকালে একটি নৌকা পানিতে তলিয়ে যাওয়ার খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় ১১ জনকে উদ্ধার করে দিদিম বন্দরে নিয়ে আসে উপকূলরক্ষী বাহিনী।
গ্রীক কোস্টগার্ড জানিয়েছে, দিদিমের উপকূল থেকে প্রায় ১৯ কিলোমিটার দূরে ফার্মাকোনিসি দ্বীপে ৫ জনকে জীবিত অবস্থায় পাওয়া গেছে।
আরও পড়ুন : সৌদিতে ওষুধ উৎপাদন করবে বেক্সিমকো
উদ্ধারকৃতরা গ্রীক কোস্টগার্ড জানিয়েছে, নৌকায় মোট ৩১ জন ছিলেন।
এ ঘটনার পর অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে তুর্কি ও গ্রীক উভয় দেশের উপকূলরক্ষী বাহিনী।
আরও পড়ুন : দু-তিন দিনের মধ্যে বৃষ্টির সম্ভাবনা
এছাড়াও ইতালীয় কোস্টগার্ড বলছে, শনিবার ভূমধ্যসাগরে পশ্চিমে ইতালির দক্ষিণ প্রান্তে অভিযান চালিয়ে ১৩০০ জনেরও বেশি অভিবাসীকে উদ্ধার করেন তারা।
এর আগে ইতালিতে একই অঞ্চলে জাহাজডুবিতে অন্তত ৭৩ জন অভিবাসীর মৃত্যু হয়েছিল। প্রায় দুই সপ্তাহ পর আবারও সেখানে অভিবাসী উদ্ধারের খবর পাওয়া গেল।
সান নিউজ/এনজে