আন্তর্জাতিক
জি-২০ সম্মেলন

মোদীর আমন্ত্রণে আসছেন পুতিন!

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে নয়া দিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া জি-২০ সম্মেলনে যোগ দিতে পুতিনের সফরসূচি তৈরিতে কাজ করছে ক্রেমলিন- এমন তথ্য জানিয়েছে রুশ কর্মকর্তাদের বরাত দিয়ে ব্লুমবার্গ। আগামী সেপ্টেম্বরে ভারতের রাজধানী নয়া দিল্লিতে এ সম্মেলেন অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: দেশে ঘাটতি নেই, খাদ্য মজুত আছে

আয়োজক দেশ ভারতের কাছ থেকে পুতিনকে আমন্ত্রণ জানিয়ে আনুষ্ঠানিকভাবে পত্র পাঠানো হয়েছে। ক্রেমলিন সেই আমন্ত্রণপত্র গ্রহণও করেছে। তবে ক্রেমলিনের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

ব্লুমবার্গের প্রতিবেদেনে একটি সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, ক্রেমলিন এই মুহূর্তে বার্ষিক অর্থনৈতিক ফোরামের বৈঠকের আয়োজন নিয়ে ব্যস্ত। যা ৯-১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া জি-২০ সম্মেলনের ঠিক আগে অনুষ্ঠিত হওয়ার কথা। পুতিনের সেই বৈঠকে যোগ দেয়ার কথা রয়েছে।

তবে জি-২০ সম্মেলনে যোগ দিতে গিয়ে যেন পুতিনকে অর্থনৈতিক ফোরামের বৈঠকে যোগ দেয়া থেকে বিরত না থাকতে হয় তাই বৈঠকটি এক সপ্তাহ পিছিয়ে দেয়া হচ্ছে। এ বৈঠকে চীন এবং ভারতের শীর্ষ কর্মকর্তারাও যোগ দিতে পারেন।

আরও পড়ুন: মার্কিন অস্ত্র ইরানে পাঠাচ্ছে রাশিয়া!

গত বছর ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনে অংশ নেননি পুতিন। তার বদলে পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভকে পাঠান তিনি। তার আগের বছরও জোটটির শীর্ষ নেতাদের রোম বৈঠকেও যোগ দেননি তিনি।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা