আন্তর্জাতিক ডেস্ক : উৎক্ষেপণের অপেক্ষায় বিশ্বের প্রথম থ্রিডি প্রিন্টেড রকেট তিরান-১।
শনিবার (১১ মার্চ) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে এটির যাত্রা শুরু করার কথা রয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আরব নিউজ।
আরও পড়ুন : যুক্তরাষ্ট্রের জাহাজে অজানা রোগ
জানা গেছে, গত মঙ্গলবার রকেটটির উৎক্ষেপণের কথা ছিল। কিন্তু তাপমাত্রাজনিত সমস্যার কারণে শেষ মিনিটে এটির উৎক্ষেপণ স্থগতি করা হয়।
ক্যালিফোর্নিয়ার মহাকাশ স্টার্টআপ রিলেটিভিটি স্পেস স্যাটেলাইটকে কক্ষপথে রাখার জন্য এই থ্রিডি রকেট তৈরি করার হয়েছে। শনিবার বিকেলের দিকে এটি উৎক্ষেপণ করা হতে পারে।
তিরান-১ ব্লাস্টঅফের ৮ মিনিট পরে পৃথিবীর নিম্ন কক্ষপথে পৌঁছানোর জন্য সেট করা হয়েছে। মূলত তথ্য সংগ্রহ ও এটি কতটা টেকসই তা জানতেই এ ধরনের রকেট উৎক্ষেপণের উদ্যোগ নেওয়া হয়। তাছাড়া অন্য রকেটের তুলনায় থ্রিডি রকেট কম খরচে তৈরি ও উড্ডয়ন করানো যায়।
আরও পড়ুন : যুক্তরাষ্ট্রের সঙ্গে মাখামাখি নয়
এদিকে দ্বিতীয়বারের মতো ব্যর্থ হয়েছে জাপানের মহাকাশ অভিযান। মঙ্গলবার (৭ মার্চ) রকেটটি উৎক্ষেপণ করা হয়। তবে, রকেটটির দ্বিতীয় ইঞ্জিন চালু হতে ব্যর্থ হওয়ায় মহাকাশেই এটি ধ্বংস করে দেয়া হয়।
জানা যায়, স্বল্পমূল্যের ইঞ্জিনের এ রকেটটি তৈরিতেও থ্রিডি প্রিন্টারে তৈরি যন্ত্রাংশ ব্যবহার করা হয়েছিল। দেশটির তাংশিমা মহাকাশ স্টেশন থেকে ১৮৭ ফুট লম্বা এইচ-থ্রি রকেটটি উৎক্ষেপণ করা হয়েছিল।
আরও পড়ুন : ইসরাইলকে স্বীকৃতি দিতে সৌদির শর্ত!
জাপান এয়ারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি (জেএএক্সএ) জানায়, মঙ্গলবার রকেটটি উৎক্ষেপণ করা হয়। কিন্তু ইঞ্জিনে ত্রুটির কারণে রকেটটি ধ্বংসের সিগন্যাল পাঠালে এ সিদ্ধান্ত নেয়া হয়।
সান নিউজ/জেএইচ