আন্তর্জাতিক ডেস্ক: কঙ্গোর পূর্বাঞ্চলের একটি গ্রামে সশস্ত্র গোষ্ঠীর হামলায় অন্তত ৩৬ জনের প্রাণহানি ঘটেছে।
আরও পড়ুন: সিনেমার উদ্যোগ নিয়েছিলেন বঙ্গবন্ধু
বৃহস্পতিবার (৯ মার্চ) স্থানীয় কর্মকর্তা ও একটি সামাজিক গ্রুপের প্রধান জানিয়েছেন, ধারণা করা হচ্ছে হামলাকারীরা সশস্ত্র গোষ্ঠী অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সের (এডিএফ) সদস্য। খবর আল-জাজিরার।
দেশটির কিভু প্রদেশের বেনি শহরের দক্ষিণে মুকোন্দি গ্রামকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। এই এলাকা বিদ্রোহী কার্যকলাপে জর্জরিত, যা ২০২১ সাল থেকে শৃঙ্খলা পুনরুদ্ধারের প্রয়াসে সামরিক প্রশাসনের অধীনে রয়েছে।
আরও পড়ুন: মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী গ্রেফতার
প্রাদেশিক গভর্নর ক্যারলি জানজু কাসিভাইটা এক টুইট বার্তায় বলেন, বুধবার রাতে শুরু হওয়া হামলায় অন্তত ৩৬ জনের মৃত্যু হয়েছে।
স্থানীয় সিভিল সোসাইটি গ্রুপের প্রধান মুম্বিরি লিমবাডু আরসেন বলেন, নারী ও শিশুসহ প্রায় ৪৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এখনো বেশ কিছু গ্রামবাসী নিখোঁজ রয়েছে।
আরও পড়ুন: ‘আপত্তি’ তুলে নেবে ভারত
অ্যালায়েড ডেমোক্র্যাটিক ফোর্সেস পূর্ব ডিআরসিভিত্তিক উগান্ডার সশস্ত্র গোষ্ঠী যারা আইএসআইএল (আইএসআইএস)-এর প্রতি আনুগত্যের প্রতিশ্রুতি দিয়েছে। তারা প্রায়ই চাপাতি এবং চাইনিজ কুড়াল জাতীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে থাকে।
সান নিউজ/এমআর