আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের রাজধানী কিয়েভ সফরে গেলেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফাহান আল-সৌদি।
আরও পড়ুন : ইউক্রেনে অস্ত্র প্রেরণ শান্তি আনতে পারে না
রোববার (২৬ ফেব্রুয়ারি) ইউক্রেন-রাশিয়া যুদ্ধ চলাকালেই কিয়েভ সফরে গেলেন তিনি।
কিয়েভে সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, আপনার এ সফর ইউক্রেনকে আপনাদের সমর্থনের গুরুত্বপূর্ণ একটি প্রমাণ।
আরও পড়ুন : অজয় বাঙ্গাকে বিশ্বব্যাংকের প্রধান হিসেবে মনোনয়ন
এ সময় ইউক্রেনের স্বাধীনতার পক্ষে সমর্থন দেওয়ার জন্য সৌদি সরকার এবং জনগণকে আন্তরিক ধন্যবাদ জানান জেলেনস্কি।
এদিকে সৌদি পররাষ্ট্রমন্ত্রী জানান, ‘আমরা ইউক্রেনের স্বার্বভৌমত্বের প্রতি সমর্থন জানাই।’
আরও পড়ুন : রুশ সেনাদের ইউক্রেন ছাড়ার আহ্বান
এছাড়া যুদ্ধ বন্ধে শান্তি আলোচনারও প্রস্তাব দেন তিনি।
প্রসঙ্গত, গত ৩০ বছরের মধ্যে এই প্রথম সৌদির কোনো ঊর্ধ্বতন কূটনীতিক ইউক্রেন সফর করলেন।
সান নিউজ/এনজে