আন্তর্জাতিক ডেস্ক : ইতালির ক্যালাব্রিয়া অঞ্চলের পূর্ব উপকূলে শরণার্থী বহনকারী একটি জাহাজডুবির ঘটনায় অন্তত ৩৩ জনের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন : নেপালে উপ-প্রধানমন্ত্রীসহ ৪ জনের পদত্যাগ
রোববার (২৬ ফেব্রুয়ারি) বিবিসি ও ইতালীয় সংবাদ সংস্থা এ তথ্য জানিয়েছে।
২৭টি মৃতদেহ ক্রোটোন প্রদেশের একটি সমুদ্রতীরবর্তী রিসোর্ট স্টেকাতো ডি কুট্রোর তীরে ভেসে এসেছে এবং আরও তিনটি মৃতদেহ সাগরে পাওয়া গেছে। এ ছাড়া আরো মরদেহ পানিতে দেখা গেছে। বর্তমান মৃত্যুর সংখ্যা ৩৩ জন হলেও তা ‘অবশ্যই’ বাড়বে বলেও জানানো হয়েছে।
আরও পড়ুন : উর্বশীর পোস্টে তুলকালাম
ক্যালাব্রিয়ার দমকল বাহিনীর মুখপাত্র দানিলো মাইদা বলেছেন, মৃতের সংখ্যা ‘৩০ ছাড়িয়েছে।’ ৪০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
স্থানীয় বার্তা সংস্থা অ্যাডনক্রোনোস জানিয়েছে, নৌকাটিতে ইরান, আফগানিস্তান ও পাকিস্তানের নাগরিক ছিল। জাহাজটিতে ১০০ জনেরও বেশি লোক ছিল। জাহাজটি রুক্ষ সামুদ্রিক আবহাওয়ায় পাথরের সঙ্গে ধাক্কা লেগে লেগে ডুবে যায়। ইতালীয় কর্তৃপক্ষ স্থল ও সমুদ্রে একটি বড় অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালিয়েছে।
আরও পড়ুন : মাঠের বাইরের সম্পর্ক ম্যাটার করে না
প্রসঙ্গত, সমুদ্রপথে ইউরোপে প্রবেশের চেষ্টা করা লোকদের জন্য ইতালি অন্যতম প্রধান ল্যান্ডিং পয়েন্ট। কেন্দ্রীয় ভূমধ্যসাগরীয় এই রুটটি বিশ্বের অন্যতম বিপজ্জনক হিসেবে পরিচিত।
সান নিউজ/জেএইচ