ইন্টারন্যাশনাল ডেস্ক:
ভারতের কেরালার কোঝিকোড়ের কারুপুর বিমানবন্দরে অবতরণের সময় পিছলে গিয়ে দুই টুকরো হয়ে গেছে এয়ার ইন্ডিয়ার বিমান। শুক্রবার (৭ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
সংবাদ সংস্থা পিটিআই জানায়, এই দুর্ঘটনায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। বিজেপি সাংসদ কে জে আলফোন্স জানিয়েছেন, নিহতদের মধ্যে ওই বিমানের একজন চালকও রয়েছেন।
দুর্ঘটনায় কমপক্ষে ১২১ জন আহত হয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা কর্তৃৃৃপক্ষের।
বৈশ্বিক মহামারি করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে বিদেশে আটকে পড়া ভারতীয়দের এ দেশে নিয়ে আসছিল দুর্ঘটনাগ্রস্ত এয়ার ইন্ডিয়ার এক্স ১৩৪৪ বিমানটি। দুবাই থেকে কোঝিকোড়গামী ওই বিমানে কর্মী ও যাত্রীসহ মোট ১৯১ জন ছিলেন বলে জানা গেছে।
বেসামরিক বিমান পরিবহণ কর্তৃপক্ষের রাজীব জৈন জানিয়েছেন, ওই বিমানে ১৭৪ জন যাত্রী, ১০ শিশু, ২ জন বিমানচালক এবং ৫ জন বিমানকর্মী ছিলেন।