আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ায় ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় ১৫ জন নিহত হয়েছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’র এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
আরও পড়ুন: ক্ষতিগ্রস্ত কারাগার, ২০ আইএস উধাও
স্থানীয় সময় রোববার (১৯ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের একটি সাংস্কৃতিক কেন্দ্রের কাছে এই হামলা চালানো হয়।
সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘রাত ১২টা ২২ মিনিটে ইসরায়েলি শত্রু দামেস্ক এবং এর আশেপাশের আবাসিক এলাকাসহ বেশ কয়েকটি এলাকা লক্ষ্য করে অধিকৃত গোলান মালভূমির দিক থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।’ এতে প্রাথমিকভাবে ৫ জনের প্রাণহানি ও ১৫ জনের আহত হওয়ার খবর জানানো হয়। পরে নিহতের সংখ্যা বেড়ে ১৫ হয়।
এছাড়া, রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে প্রচারিত খবরে একটি ১০ তলা ভবন ধ্বংস হওয়ার ছবি দেখানো হয়েছে। সিরিয়ায় ২০১১ সালে গৃহযুদ্ধ শুরুর পর থেকে ইসরাইল দেশটিতে অসংখ্যবার বিমান হামলা চালিয়েছে। কিন্তু আবাসিক এলাকায় হামলা চালানোর ঘটনা খুবই কম।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস প্রধান রামি আবদেল রহমান বলেছেন, রোববারের হামলাই সিরিয়ার রাজধানীতে ইসয়য়েলের চালানো সবচেয়ে ভয়াবহ হামলা।
সান নিউজ/জেএইচ/এনকে