ছবি : সংগৃহিত
আন্তর্জাতিক

টানা ৩০ বছর ক্ষমতায় থাকতেই হবে

আন্তর্জাতিক ডেস্ক : ভারতকে বিশ্বগুরু হিসেবে গড়ে তুলতে পঞ্চায়েত থেকে সংসদে টানা ৩০ বছর ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) ক্ষমতায় থাকতে হবে মন্তব্য করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

আরও পড়ুন : মৃতের সংখ্যা ৪৬ হাজার ছাড়ল

শনিবার (১৮ ফেব্রুয়ারি) মহারাষ্ট্রের পুণেতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ওপর লেখা একটি বইয়ের মারাঠি অনুবাদ প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন অমিত শাহ।

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, তাদের কাজ এখনও শেষ হয়নি। এরপরই জানান, ‘আমরা যদি সত্যিই ভারতকে বিশ্বগুরু হিসেবে গড়ে তুলতে চাই তাহলে পঞ্চায়েত থেকে সংসদ পর্যন্ত টানা ৩০ বছর ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আছে, তা নিশ্চিত করতে হবে।’

আরও পড়ুন : চীনকে যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা

তিনি মোদিকে নিয়ে লেখা বই সম্পর্কে বলেন, আপনারা যদি জানতে চান, একটি সফল গণতন্ত্র কীভাবে তৈরি করা যায়, কীভাবে সফলভাবে গণতন্ত্র পরিচালনা করতে হয়— এই বইটিতে তার জবাব পাবেন।

অনুষ্ঠানে ভারতের নির্বাচন কমিশনের শিবসেনা সংক্রান্ত নির্দেশ নিয়েও নিজের মত জানান অমিত শাহ।

আরও পড়ুন : খাদ্য সহায়তা কমানোয় হতাশ রোহিঙ্গারা

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) ভারতের নির্বাচন কমিশন একনাথ শিন্ডে গোষ্ঠীকে শিবসেনা নাম এবং তির-ধনুক প্রতীক চিহ্ন ব্যবহার করার অনুমতি দিয়েছে। তা নিয়ে বিজেপি এবং নির্বাচন কমিশনের দিকে তুমুল আক্রমণ করেছে উদ্ধব ঠাকরে গোষ্ঠী।

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিষয়টি নিয়ে বলেন, ‘গতকাল (শুক্রবার) নির্বাচন কমিশন ‘দুধ কা দুধ, পানি কা পানি’ করে দিয়েছে। সত্যমেব জয়তে হয়েছে।’

আরও পড়ুন : সিরিয়ায় হামলা, নিহত ৫৩

প্রসঙ্গত, ২০১৪ সালে নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর থেকেই ভারতকে ‘বিশ্বগুরু’ বানানোর চেষ্টা চলছে। বিজেপিকে একটানা ৩০ বছর ক্ষমতায় রাখার শপথও নতুন কিছু নয়। আগেও একাধিক বার বিভিন্ন মঞ্চে অমিত শাহ এ কথা বলেছেন।

তিনি দাবি করেছেন, বিজেপির হাতেই ভারতের উন্নয়ন এবং অগ্রগতি নিহিত আছে। বই প্রকাশ অনুষ্ঠানের মঞ্চে আরও একবার স্পষ্ট করে সেই দাবিই উঠে এলো তার কথায়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা