শনিবার, ৫ এপ্রিল ২০২৫
আন্তর্জাতিক প্রকাশিত ১৫ ফেব্রুয়ারি ২০২৩ ০৮:৫০
সর্বশেষ আপডেট ১৫ ফেব্রুয়ারি ২০২৩ ০৮:৫১

তুরস্কে সৃষ্টি হলো গভীর খাদ

সান নিউজ ডেস্ক: তুরস্ক ও সিরিয়ায় শক্তিশালী ভূমিকম্পের ঘটনায় তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলের আল্টিনোজো শহরে একটি গভীর খাদ সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন: রাষ্ট্রপতির দায়িত্ব নিতে বাধা নেই

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) মার্কিন গণমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে। সিএনএন জানায়, আঘাত হানা ৭.৮ মাত্রার ভূমিকম্পের পর তুরস্কে আল্টিনোজো শহরের একটি বিস্তৃত জলপাই বাগানের মধ্য দিয়ে ৯৮৪ ফুট লম্বা বিশাল একটি খাদের সৃষ্টি হয়েছে। এটি দেখতে অনেকটা ধূসর গিরিখাদের মতো। খাদটির কোথাও কোথাও প্রায় ১৩০ ফুট গভীর।

ঐ এলাকার স্থানীয় এক ব্যক্তি জানান, ‘ভূমিকম্প আঘাত হানার সময় প্রচণ্ড জোরে শব্দ হচ্ছিল সেখানে। ঘুম থেকে জেগে উঠে মনে হয়েছিল যুদ্ধক্ষেত্র আছি।’

তিনি আরও বলেন, যেন এলাকাটিতে অনুসন্ধান চালানো হয়। কারণ সেখানে প্রায় ৭ হাজার মানুষ বাস করেন।

খাদটি যদি আরেকটু সামনে হতো, তাহলে এটি আল্টিনোজো শহরের মাঝে পড়ে যেত বলেও জানান তিনি।

প্রসঙ্গত, ২০২১ সালের পর পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প এটি। আটলান্টিক মহাসাগরের দক্ষিণের স্যান্ডউইচ আইল্যান্ডে আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল ৮.১। তবে সেখানে জনবসতি না থাকায় কোনো প্রাণহানী ঘটেনি।

সান নিউজ/এনজে/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা