‘ভারত দ্বিতীয়বারের মতো ভাগ হতে চলেছে’। এমন শঙ্কা প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কঠোর বার্তা নিয়েছেন পশ্চিমবঙ্গ বিজেপির সহ-সভাপতি চন্দ্র কুমার বসু।
দেশটিতে নাগরিকত্ব সংশোধন আইনের প্রতি ইঙ্গিত করে ভারতের চলমান অবস্থা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।
ভারতের জাতীয়তাবাদী নেতা নেতাজি সুভাষ চন্দ্র বসুর প্রপৌত্র চন্দ্র কুমার বসু। ২৩ জানুয়ারি ছিল নেতাজির জন্মদিন। সে উপলক্ষ্যে আইএএনএসকে দেয়া সাক্ষাৎকারে চন্দ্র কুমার বলেন, ‘নেতাজি-ই একমাত্র নেতা যার আদর্শ এই জাতিকে একত্রিত রাখতে পারে। আজ দেশটা ভেঙে পড়ছে। আমি বিস্তারিত আলোচনায় যাচ্ছি না। তবে ভারতে নানা সম্প্রদায়ের মধ্যে ঐক্য নেই। দেশটা যে আবার ভাগ হতে চলেছে’।
তিনি বলেন, ‘সুতরাং আপনি (মোদি) যদি নেতাজির আদর্শ অনুসরণ না করেন তাহলে দেশের ঐক্য নষ্ট এবং এবং ফের ভাগ হয়ে যাবে। এই পরিস্কার বার্তাটিই আমি প্রধানমন্ত্রীনেরেন্দ্র মোদিকে দিতে চাই’।