আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের দক্ষিণ-পূর্বের দোনেৎস্কের ক্রামতোর্স্ক শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ৩ জন নিহত হয়েছেন। এ হামলার পর ধ্বংসস্তূপ থেকে প্রায় ১০০ জনকে উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন: মন জয় করেই আমরা ভোট পাচ্ছি
বুধবার (১ ফেব্রুয়ারি) রাতে দেশটির দক্ষিণ-পূর্বের দোনেৎস্কের ক্রামতোর্স্ক শহরে এ হামলা ঘটে। খবর সিএনএনের।
ইউক্রেনের এক পুলিশ কর্মকর্তা জানান, রুশ সেনারা ক্ষেপণাস্ত্র দিয়ে শহরের আবাসিক এলাকায় হামলা চালায়। এ হামলায় অন্তত আটটি অ্যাপার্টমেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে, এর মধ্যে একটি ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এখনো তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে।
আরও পড়ুন: ঢাকায় আসছেন শোলেট
জানা গেছে, এ ঘটনায় ২০ জন আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ থাকতে পারে বলে ধারনা করা হচ্ছে।
এছাড়া ধ্বংস হওয়া ভবনে বসবাসকারী লোকদের আশ্রয়ের জন্য স্থানীয় একটি স্কুলে সরিয়ে নেওয়া হয়েছে।
সান নিউজ/এনজে/এমআর