ইন্টারন্যাশনাল ডেস্ক:
চীনের মধ্যঞ্চলীয় হুবেই প্রদেশের একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণ ঘটেছে।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার (৩ আগস্ট) স্থানীয় সময় বিকেল সাড়ে ৫ টার দিকে জিয়ানতাও শহরের জৈব সিলিকন সংস্থার একটি ওয়ার্কশপে আকস্মিকভাবেই এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা সিনহুয়া। এছাড়া আহত হয়েছেন আরো ৪ জন।
আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়েছে। তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে।
শহরটির প্রচার বিভাগ জানিয়েছে, সংশ্লিষ্ট সংস্থাটি সকাল ৭ টায় আগুন নেভাতে সক্ষম হয়। এই ঘটনার পর থেকে প্রতিষ্ঠানটি উৎপাদন বন্ধ রেখেছে।
এ ঘটনার তদন্ত করা হচ্ছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। সূত্র- সিনহুয়া।
সান নিউজ/সালি